বাংলায় আসছেন ইডি প্রধান, শুক্রে রাহুর দশা কার ?

বাংলায় আসছেন ইডি প্রধান। সূত্র এর খবর অনুযায়ী জানা যাচ্ছে, শুক্রবার ইডি ডিরেক্টর কলকাতায় আসতে চলেছেন। ঠিক কী পরিকল্পনা কেন্দ্রীয় এই এজেন্সির তা এখনও স্পষ্ট…

Agusta Westland ED Case: Delhi HC Grants Bail to Middleman Christian Michel

short-samachar

বাংলায় আসছেন ইডি প্রধান। সূত্র এর খবর অনুযায়ী জানা যাচ্ছে, শুক্রবার ইডি ডিরেক্টর কলকাতায় আসতে চলেছেন। ঠিক কী পরিকল্পনা কেন্দ্রীয় এই এজেন্সির তা এখনও স্পষ্ট নয়। নিয়োগ দুর্নীতি তদন্তে আরও এক ধাপ এগোতেই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অনুমান করছে রাজনৈতিক মহল।

   

সম্প্রতি নিয়োগ কাণ্ডে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। পরবর্তী ১৪ দিন তিনি ইডি হেফাজতেই থাকবেন।

মনে করা হচ্ছে, আগামীকাল কলকাতায় এসে ইডি ডিরেক্টর একাধিক তদন্তকারী অফিসারের সঙ্গে বৈঠক করতে পারেন। বৈঠকে আলোচনার বক্তব্য হতে পারে রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলাও।

উল্লেখ্য, রাজ্যে একের পর এক দুর্নীতি নিয়ে তদন্ত করছে ইডি। গরু, কয়লা থেকে নিয়োগ, সবকিছুতেই জড়িত রাজ্যের শাসক দলের কেউ না কেউ। ইতিমধ্যেই দল একাধিকজনকে বহিষ্কার করেছে।

নিয়োগ কাণ্ডে যে গ্রেফতারি হয়েছে তার মধ্যে সবথেকে বড় নাম প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যের মতো ব্যক্তি। এছাড়াও নাম রয়েছে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্রের মতো লোকের।

পাশাপাশি গরু পাচারে গ্রেফতার অনুব্রত মণ্ডল, কয়লা পাচার নিয়ে তোপ দাগা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তাঁকেও তলব করেছিল ইডি। সব মিলিয়ে রাজ্যের শাসক দলের জন্য পরিস্থিতি খুব চাপের। এর মধ্যেই ইডি প্রধানের বঙ্গে পর্দাপণ ভালোভাবে দেখছে না শাসক দল।