কলকাতায় ফের টাকার পাহাড় মিলল। সোনার বিস্কুটের ঝলক দেখে চমকে গেলেন অভিযানে নামা ইডি অফিসাররা। কোটি কোটি টাকা, বিপুল সোনা ঘিরে রহস্য জমজমাট। একযোগে শহর কলকাতা এবং তার পাশাপাশি মুম্বাই ভোপাল এবং আরো কয়েকটি শহরে তল্লাশি অভিযান চালায় ইডি। তদন্ত অভিযানের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে তথ্য পেয়েছে ইডি অফিসাররা। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৪১৭ কোটি টাকা।
এর পাশাপাশি অনলাইন বেটিং চক্র তারা বিভিন্ন সংস্থাকে ফ্রাঞ্চাইজি দিত। এর মাধ্যমে তাদের কমিশন পর্যন্ত দেওয়া হতো। এই কমিশনের ভিত্তিতেই সেখান থেকে টাকা আদায় করা হতো। গোটা ঘটনাটি মূলত অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে টাকা হাতানোর ছল। সেই টাকা শুধুমাত্র শহর কলকাতা নয় বরং মুম্বাই, ভোপাল সহ বিভিন্ন মেট্রো সিটিতে ছড়িয়েছিল।