রেশন দুর্নীতিকাণ্ডে ফের অ্যাকশন মুডে ED, সকাল সকাল ১০ জায়গায় শুরু তল্লাশি

রেশন দুর্নীতিকাণ্ডে আবারও অ্যাকশন মুডে ইডি (ED)। আজ মঙ্গলবার সকাল সকাল বাংলার বহু জায়গায় তল্লাশি অভিযান শুরু করলেন ইডির আধিকারিকরা। বর্তমানে এই রেশন দুর্নীতিকাণ্ডে জেলেবন্দি…

রেশন দুর্নীতিকাণ্ডে আবারও অ্যাকশন মুডে ইডি (ED)। আজ মঙ্গলবার সকাল সকাল বাংলার বহু জায়গায় তল্লাশি অভিযান শুরু করলেন ইডির আধিকারিকরা। বর্তমানে এই রেশন দুর্নীতিকাণ্ডে জেলেবন্দি রয়েছেন শাসক দলের হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এসবের মাঝে আজ ফের তল্লাশি অভিযানে কোমর বেঁধে নামল ইডি।

ইডির নজরে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। ইডির র‍্যাডারে পিজি হাইটেক নামের এক সংস্থা। এই সংস্থার মালিক আবার বাকিবুর রহমানের আত্মীয়। জানা গিয়েছে, মধ্যরাত থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বসিরহাট, দেগঙ্গা, ভাঙড় সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বাকিবুর রহমান ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়ি ও রাইস মিলে ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে।

   

দেগঙ্গায় মুকুল ও বিদেশ রায়ের রাইস মিলে হানা দিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, বাকিবুর রহমানের মামাতো ভাই হল এই মুকুল ও বিদেশ। আনিসুর রহমান ওরফে বিদেশ আবার দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি। অন্যদিকে এই বাকিবুর রহমান হল আবার প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন করে চালকল মালিকের সূত্র ধরে কোনও বড়সড় দুর্নীতির নয়া তথ্য হাতে পাবে ইডি?

ইডির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে উত্তর ২৪ পরগনা জেলার অন্তত দশটি জায়গায় তল্লাশি শুরু হয়। বসিরহাট, রাজারহাট, দেগঙ্গা-সহ ছ’টি বাড়ি ও চারটি রাইস মিলে তল্লাশি চালানো হয়। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ২০২৩ সালের অক্টোবরে রেশন বণ্টন মামলায় গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে রাজ্য পুলিশের দায়ের করা বিভিন্ন এফআইআরের ভিত্তিতে ২০২৩ সালে এই মামলার তদন্ত শুরু করে ইডি।