Sahid Dibas : কাল পরশু আবার শুরু হবে, ইডি-সিবিআই অভিযানের ইঙ্গিত মমতার

একুশ জুলাই সমাবেশ মঞ্চ (Sahid Dibas) থেকে ফের রাজ্যে ইডি সিবিআই অভিযানের আশঙ্কা প্রকাশ করলেন টিএমসি নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর একুশে জুলাই সমাবেশের…

একুশ জুলাই সমাবেশ মঞ্চ (Sahid Dibas) থেকে ফের রাজ্যে ইডি সিবিআই অভিযানের আশঙ্কা প্রকাশ করলেন টিএমসি নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতবছর একুশে জুলাই সমাবেশের পর রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির তদন্তে টাকার পাহাড় মিলেছিল। গ্রেফতার করা হয় তৎকালীন তৃ়ণমূল মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তার বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছিল টাকার পাহাড়। এবারের সমাবেশ শুরুর আগে বারবার ইডি সিবিআই অভিযানের প্রসঙ্গ উঠেছে। সেই প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী।

   

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজনৈতিক মহলে ছড়াচ্ছে আলোড়ন। প্রশ্ন উঠছে, এবারের একুশ জুলাই সমাবেশের পরেই কি ফের অভিযান হবে? মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন আজ সমাবেশের পর ফের শুরু হবে। তবে আমরা ওসব নিয়ে ভাবিনা। তিনি বলেন ঘর ঘর মে হোক ডাক মোদী যাক মোদী যাক। তিনি ভাষণে মণিপুরের জাতিগত সংঘর্ষে শতাধিক নিহত ও মহিলাদের নগ্ন করে ঘোরানোর প্রসঙ্গ টেনে কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করেন।

নিয়োগ দুর্নীতি, গোরু পাচার, কয়লা পাচার সহ বিভিন্ন ইস্যুতে জর্জরিত শাসকদল তৃণমূল। জেরা এড়িয়েছেন মন্ত্রী মলয় ঘটক। আইনজীবীরা বলছেন, ফের জেরার মুখোমুখি হতে পারেন তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
আরও অনেকে আছেন দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার নজরে। তারা কি গতবারের মতো এবারও একুশের পরেই বিশেষ সক্রিয় হবে? একুশ জুলাই সমাবেশে জমাট হয়ে আছে বাইশের ভয়।

পঞ্চায়েত নির্বাচনে শাসকদল বিপুল জয় পেয়েছে। তবে ভোট লুঠ ও রক্তাক্ত পরিবেশে রাজ্য সরগরম। ভোটের ফলাফলে স্থগিতাদেশ দিয়েছে আদালত। এর জেরে প্রবল অস্বস্তিতে তৃণমূল। পঞ্চায়েত ভোটের পর ২১ জুলাই সমাবেশে যোগ দিতে জেলাগুলি থেকে এসেছেন সমর্থকরা।