কুণালের বিস্ফোরক ট্যুইটের ধাক্কায় সিদ্ধান্ত পাল্টাল রেল

আগামী রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ (Kunal Ghosh)। আর সেই শহীদ সমাবেশের আগেই পূর্ব রেলের সিদ্ধান্ত নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন বেছে…

Portrait of Kunal Ghosh, Trinamool Congress leader, with a thoughtful expression, wearing a white shirt and glasses, with a subtle background.

আগামী রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ (Kunal Ghosh)। আর সেই শহীদ সমাবেশের আগেই পূর্ব রেলের সিদ্ধান্ত নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কেন বেছে বেছে আগামী ২০ এবং ২১ তারিখেই শিয়ালদহ মেনলাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২১শে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য শিয়ালদহ থেকে হেঁটে যাওয়াটাই অনেকে সুবিধাজনক মনে করেন। কিন্তু আগামী শনি এবং রবি অর্থাৎ কুড়ি এবং একুশে জুলাই শিয়ালদহ মেইন লাইনে একাধিক ট্রেন বন্ধ রাখার নোটিস প্রকাশ করেছিল পূর্ব রেলওয়ে। বিশেষ করে রবিবার, কল্যাণী, কল্যাণী-সীমান্ত, রানাঘাট, নৈহাটি এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদহ আসার একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। কল্যাণী থেকে রানাঘাট এর মধ্যে চলাচলকারী ট্রেনও বাতিল হয়েছিল এমনকী নৈহাটি ব্যান্ডেল শাখারও একাধিক ট্রেন বাতিল হয়।

   

আর এরপরই বিস্ফোরক অভিযোগ তুলে কুণাল তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লিখেছেন – “রবিবার 21 জুলাই ধর্মতলায় @AITCofficial র সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে। তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি। এভাবে তৃণমূলকে থামানো যাবে না।”

খাল থেকে ‘মাগুর’ আনতেই খাটের তলায় সুড়ঙ্গ! আজব দাবি কুলতলির ‘টানেল-ম্যানের’

আর এরপরই পূর্ব রেলের সিপিআরও অফিস সূত্রে জানানো হয়েছে যে, আপাতত এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ২০ এবং ২১ তারিখে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানা যাচ্ছে পূর্ব রেলওয়ে সূত্রে। সেক্ষেত্রে শনিবার দিন কৃষ্ণনগর বা পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে যেসমস্ত তৃণমূল সমর্থকরা আগেভাগেই কলকাতায় আসতে চান, তাদের অনেকটাই সুবিধা হল। সেই সঙ্গে ট্রেন চালু থাকায় ২০ তারিখে শহরের কেন্দ্রস্থলে ঢুকবার জন্য বাসের বাড়তি চাপের সম্ভাবনাও কিছুটা কমলো।

তবে ট্রেন চালু থাকলেও ঐদিন গোটা শহর জুড়ে সরকারি এবং বেসরকারি বাসে বাসের আকাল দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রায় কলকাতা এবং তার আশেপাশের জেলার প্রত্যেকটি রুটেরই বেশিরভাগ বাস ওইদিনের জন্য রিজার্ভ বুকিং করে নিয়েছেন তৃণমূল সমর্থকরা। সেক্ষেত্রে ট্রেনের সমস্যা মিটেও বাসের সমস্যায় পড়তে হবে ছুটির দিনে অফিস যাত্রী লোকজনদের।

প্রতিশ্রুতিই সার! শিয়ালদহে এখনও চলছে ৯ বগির ট্রেন

২০২৪-এ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য, তারপরেi উপনির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে সবুজ সুনামি। তারপরে এই শহীদ সমাবেশ কার্যত তৃণমূলের বিজয় উৎসবেই পরিণত হতে চলেছে। পূর্ব রেলের সিদ্ধান্তে তাতে কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু কুণাল বচনে আপাতত সেই আশঙ্কার মেঘ আপাতত পুরোপুরি কেটে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।