স্টেশনে ট্রেন ৩০ সেকেন্ড থামার খবর মিথ্যা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল

শিয়ালদহ ডিভিশনে ট্রেন থেকে ওঠা-নামায় বরাদ্দ করা হয়েছে মাত্র ৩০ সেকেন্ড সময়। গতকাল অর্থাৎ শুক্রবার বিভিন্ন সংবাদ সংস্থার ছড়ানো এই খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর…

sealdah local

শিয়ালদহ ডিভিশনে ট্রেন থেকে ওঠা-নামায় বরাদ্দ করা হয়েছে মাত্র ৩০ সেকেন্ড সময়। গতকাল অর্থাৎ শুক্রবার বিভিন্ন সংবাদ সংস্থার ছড়ানো এই খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানাল পূর্ব রেলওয়ে (Eastern Railway)। বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোন পরিকল্পনা নেই রেলের।

প্রতিদিন হাজার হাজার মানুষ শিয়ালদা ডিভিশন দিয়ে যাতায়াত করেন। এই শাখায় প্রচুর লোকাল ট্রেনের পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেনও চলে। তাই ভিড়ও হয় বেশি। গতকাল ৩০ সেকেন্ডের বেশি কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে না – এই খবর ছড়িয়ে পড়ায় যাত্রা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনটা হলে ছুট হতে পারে ট্রেন। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

   

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল উক্ত শাখায় নিত্যদিন ট্রেন লেটের ‘অসুখ’ সারাতেই এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মুহূর্তে ভাইরাল হয় সেই খবর। অনেকেই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যাত্রীদের ক্ষোভের আগুন নেভাতে অবশেষে ময়দানে নামে পূর্ব রেল (Eastern Railway)।

পূর্ব রেলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, “শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড পড়ার যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।” লোকাল ট্রেনে যাত্রীরা উঠানামা করার জন্য যে সময় পেতেন ভবিষ্যতেও সেই সময় পাবেন বলে সাফ জানিয়ে দেওয়া হয়। পূর্ব রেলের (Eastern Railway) এই বিবৃতিতে স্বস্তি ফিরেছে যাত্রীদের। তবে কেন এই ভুয়ো খবর ছড়াল, তা এখনও স্পষ্ট নয়।