সোমবার থেকেই হাওড়া ময়দান-এস্প্ল্যানেড মেট্রো রুটে রদবদল, জানুন সময়সূচি

ইস্ট-ওয়েস্ট মেট্রো (East west metro) প্রকল্পের কাজ যত এগোচ্ছে, ততই পরিষেবার জটিলতা যেন বেড়েই চলেছে। নিত্যযাত্রীদের মধ্যে এর ফলে অসন্তোষ বাড়ছে। সোমবার থেকে শিয়ালদহ (Sealda)…

A Kolkata Metro train Howrah Maidan-Esplanade Metro Service

ইস্ট-ওয়েস্ট মেট্রো (East west metro) প্রকল্পের কাজ যত এগোচ্ছে, ততই পরিষেবার জটিলতা যেন বেড়েই চলেছে। নিত্যযাত্রীদের মধ্যে এর ফলে অসন্তোষ বাড়ছে। সোমবার থেকে শিয়ালদহ (Sealda) থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত মেট্রো পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে, যা নিয়ে নানা প্রশ্ন উঠছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন বদলের ফলে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্ব পরিকল্পিত পরিষেবা আপাতত চালু করা সম্ভব নয়। 

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়ালো; উদ্বেগে রাজ্যে

   

মেট্রো রেল কর্তৃপক্ষের  (East west metro)  তরফে জানানো হয়েছে, নতুন ঘোষিত পরিষেবা অনুযায়ী পশ্চিমমুখী সুড়ঙ্গ দিয়ে মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড নয়, বরং মহাকরণ স্টেশন পর্যন্ত চলবে। তবে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে মেট্রো চলাচল করবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। ফলে এসপ্ল্যানেড স্টেশনকে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জংশনের মতো করে ব্যবহার করা হচ্ছে। সকাল ৬টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। তবে এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই, কারণ কর্মব্যস্ত সপ্তাহের প্রথম দিনেই তারা এই ধরনের পরিষেবায় বিঘ্নের সম্মুখীন হচ্ছেন। 

মোটা টাকার টোপ, যেভাবে ফাঁদ পেতে শিশু পাচারকারি ধরল সিআইডি

মেট্রো যাত্রীরা অভিযোগ তুলছেন যে, এমন ব্যস্ত দিনে এমন নতুন পরিবর্তনের কথা না জানালে কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হয়। নিয়মিত যাত্রীরা মেট্রোর তরফে আগাম তথ্য না দেওয়ার বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন।

মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সুড়ঙ্গের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের ব্যবস্থা চালিয়ে যেতে হতে পারে।

বেশ কিছু যাত্রী বলছেন, এমন এক সময়ে মেট্রো পরিষেবায় এই ধরনের অস্থিরতা মেনে নেওয়া সম্ভব নয়। যাত্রীদের বক্তব্য অনুযায়ী, এত দিন ধরে চলতে থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের শেষ এখনও দেখা যাচ্ছে না, বরং বিভিন্ন ধাপে কাজ চলতে থাকায় যাত্রীদের ভোগান্তি ক্রমেই বাড়ছে। 

প্রচুর অস্ত্রসহ কলকাতা পুলিশের জালে মহম্মদ ইসরাইল

মেট্রো কর্তৃপক্ষ বলেছে যে, নিত্যযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে দ্রুততর সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। যাত্রীদের জন্য নির্দিষ্ট নির্দেশিকা ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে যথাযথ প্রচার চালানো হবে বলেও জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও, যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের পরিষেবায় স্থায়ী সমাধান না হলে যাত্রীদের দুর্ভোগ অব্যাহত থাকবে বলেই মত বিশেষজ্ঞদের।