বাংলা সহ উড়িষ্যায় আবার প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল ৬.১০ নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫.৩। বাংলায় যা প্রায় ৫.৫ এর কাছা কাছি। কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই কম্পন অনুভূত হয়। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশে কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। বাংলা সহ বঙ্গোপসাগর উপকূলবর্তী রাজ্যগুলিতেও কম্পন প্রায় ৫.৬ এর আশেপাশে।
Advertisements
Earthquake in West Bengal at 6.12 am#earthquake #Kolkata #westbengal #Odisha #India #Bangladesh pic.twitter.com/SAQ2a5QxJz
— Subhasish Ghosh (@Subhasishg59) February 25, 2025