ধর্ণামঞ্চে হামলার অভিযোগে গ্রেফতার বাম নেতা কলতান!

তৃণমূল নেতা কুণাল ঘোষ গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে (RG Kar Case) একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআই-এর…

kalatan-dasgupta

তৃণমূল নেতা কুণাল ঘোষ গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে (RG Kar Case) একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল ডিওয়াইএফআই-এর যুব নেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta)। এই অডিওক্লিপে (Viral Audio Clip) আন্দোলনকারী ডাক্তারদের উপর হামলার ছকের কথা প্রকাশ্যে এসেছিল। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সঞ্জীব ঘোষ নাম আরও এক ব্যক্তিকে। দক্ষিণ কলকাতার (South Kolkata) হালতু এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তারপর সারারাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের স্ক্যানারে আরও কিছুজনের নাম রয়েছে।

প্রসঙ্গত, স্বাস্থ্যভবন সাফাই অভিযানে প্রতীকী মগজ নিয়ে আন্দোলনে (Junior Doctors Protest) ব্রতী হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ তাদের আটকে দিলে সেখানেই শান্তিপূর্ণ আন্দোলনে বসে পড়েন তারা। তারপর ইমেল মারফত তাদের সঙ্গে বৈঠক ঠিক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কিন্তু জুনিয়র ডাক্তারদের শর্ত অনুযায়ী লাইভ রেকর্ডিং না হওয়ায় সেই বৈঠক ভেস্তে যায়। এরই সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে প্রশাসনকে দোষী করতে চায় কিছুজন। এর মধ্যে অতিবাম সক্রিয়তার গন্ধ পেয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x ৭।

   

এর আগেও আগস্ট মাসের শেষের দিকে নবান্ন অভিযানের আগে এডিজি সুপ্রতিম সরকার (ADG Supratim Sarkar) ও মনোজ ভার্মা (Manoj Verma) আন্দোলনকারীদের উপর হামলার কথা প্রকাশ্যে এনে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন। তার প্রত্যক্ষ প্রমাণ না পাওয়া গেলেও, নবান্ন অভিযানে (Nabanna Abhijan) চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।