মহাপঞ্চমীর সকালেই ভাসছে বাংলা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

আজ মহা পঞ্চমী। আগামীকালই দেবীর বোধন৷ সারা দেশজুড়েই শুরু হয়ে গিয়েছে পুজোর আবহ৷ কিন্তু পুজোর চারটি দিনও কী মাটি করে দেবে বৃষ্টি? সেই নিয়েই চিন্তায়…

jdhdnn মহাপঞ্চমীর সকালেই ভাসছে বাংলা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

আজ মহা পঞ্চমী। আগামীকালই দেবীর বোধন৷ সারা দেশজুড়েই শুরু হয়ে গিয়েছে পুজোর আবহ৷ কিন্তু পুজোর চারটি দিনও কী মাটি করে দেবে বৃষ্টি? সেই নিয়েই চিন্তায় রয়েছেন আমজনতা৷ কারণ আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শুরু হয়ে গিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি(Weather Update)৷

গত কয়েকদিন ধরে রোদের তেজে পুড়ে যাচ্ছিল সকলের ত্বক৷ তবে সেই থেকে কিছুটি স্বস্তি পেলেও সকলের মুখ ভার কারণ বৃষ্টির (Weather Update) জেরে ঠাকুর দেখা মাটি হয়ে যেতে পারে! আজ পঞ্চমীতে কি ফের ভারী বৃষ্টি? নাকি নির্বিঘ্নে হবে ঘোরাঘুরি? কেমন থাকবে আবহাওয়া?হাওয়া অফিস জানিয়েছে, পুজোর ক’টা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই।

   

মৌসম ভবন সূত্রে খবর, বর্তমানে অন্ধ্র প্রদেশ উপকূলে, বাংলাদেশের পূর্ব উপকূল, অরুণাচল প্রদেশ-অসম সীমান্ত এবং উত্তর-পশ্চিম ভারত সীমান্তে চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে। এর প্রভাবে পাশ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টির (Weather Update)) সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আজ থেকে ১৪ অক্টোবর, অর্থাৎ আগামী সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।