সৈকত শহর পুরীতে (Puri) বাঙালি পর্যটকদের ভিড় আছড়ে পড়তে চলল। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ দেখতে ওড়িশার (Odisha) বিভিন্ন সৈকতে যান পশ্চিমবঙ্গ থেকে পর্যটকরা। তাদের জন্য দক্ষিণ পূর্ব (SE Rail) রেল দিল বিশেষ ট্রেন।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, উৎসব মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে সাঁতরাগাছি-পুরীর মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।
- পুরী ও হাওড়ার মধ্যে অন্যান্য সব ট্রেন চলছে।
- পুরী সহ বঙ্গোপসাগর তীরবর্তী সৈকত এলাকায় ভিড়।
- ওড়িশা পর্যটন দফতর দিচ্ছে বিভিন্ন সুযোগ।
02838 ট্রেনটি শুক্রবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সন্ধ্যা ৮ টা ৩৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে।
আর পুরী থেকে স্পেশাল ট্রেন আগামী পয়লা অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ২০মিনিটে পুরী ছাড়বে।
সাঁতরাগাছি-পুরীর মধ্যে খড়্গপুর, বালাসোর, ভদ্রক , জাজপুর-কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে থামবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর।