নবমী-দশমীতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোর আনন্দে ভাঁজ ফেলতে পারে নিম্নচাপ

কলকাতা: শারদোৎসবের আবহে যখন রাজ্যজুড়ে প্যান্ডেল হপিং ও উৎসবের আনন্দে মেতে উঠেছে মানুষ, ঠিক তখনই আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাসে (Durga Puja Rain Alert) দেখা দিয়েছে…

Rain forecast West Bengal

কলকাতা: শারদোৎসবের আবহে যখন রাজ্যজুড়ে প্যান্ডেল হপিং ও উৎসবের আনন্দে মেতে উঠেছে মানুষ, ঠিক তখনই আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাসে (Durga Puja Rain Alert) দেখা দিয়েছে এক নতুন আশঙ্কা। সপ্তমী ও অষ্টমীর দিন আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূল থাকলেও, নবমী এবং দশমীতে ফের এক দফা ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে রাজ্যের সাতটি জেলায়। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং বাঁকুড়া জেলার জন্য জারি করা হয়েছে সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে থাকতে পারে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কা।

   

তবে পুজোর প্রথম দিকটা কিছুটা স্বস্তিদায়ক। সোমবার সপ্তমী এবং মঙ্গলবার অষ্টমীর দিনে আবহাওয়া মূলত আংশিক মেঘলা ও রৌদ্রোজ্জ্বল থাকবে। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। যদিও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা ভোগাতে পারে প্যান্ডেলহপারদের।

আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতির মোড় ঘুরবে নবমীর দিন থেকে। আন্দামান সাগরে ৩০ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের জেরে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে।

এর প্রভাবে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। একই সঙ্গে সমুদ্রেও উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে ১ অক্টোবর থেকে সমুদ্রে না যেতে মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়াও প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টি কম থাকলেও, নবমী থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত। দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নবমী থেকে একাদশী পর্যন্ত রাজ্যজুড়ে আবহাওয়ার হালচাল বদলে যাবে। প্যান্ডেল হপিং বা পুজোর নানা আয়োজনে অংশ নেওয়ার আগে আবহাওয়ার খবর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া যাতায়াতে সমস্যা তৈরি করতে পারে, এমনকি জল জমে থাকা এলাকায় দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাচ্ছে।

পুজোর আনন্দে যদিও এ বৃষ্টি খানিকটা বিঘ্ন ঘটাতে পারে, তবে সতর্ক থেকে উৎসব উপভোগ করলে সমস্যা হবে না বলেই মত বিশেষজ্ঞদের। ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা, গাছতলা বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় ঘরে থাকা — এই কয়েকটি সহজ নিয়ম মানলেই নিরাপদে পুজোর আনন্দ উপভোগ করা সম্ভব।

সব মিলিয়ে, সপ্তমী ও অষ্টমীর দিন স্বস্তির হলেও নবমী-দশমীতে আবহাওয়ার খামখেয়ালিপনা পুজোর শেষ পর্বে ভাঁজ ফেলতে পারে। এখন নজর নিম্নচাপের দিকে — কতটা প্রভাব ফেলবে তা-ই দেখার।