কুমারটুলিতে শুরু দুর্গাপুজোর ব্যস্ততা

ভোট শেষ। কুমারটুলিতে (Kumartuli) ব্যস্ততা শুরু। জুন মাসে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এইসব প্রতিমা যাবে বিদেশে। কলকাতার কৈলাশ কুমারটুলি। এখান থেকে রওনা দেয় দুর্গা। ঘরের…

ভোট শেষ। কুমারটুলিতে (Kumartuli) ব্যস্ততা শুরু। জুন মাসে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এইসব প্রতিমা যাবে বিদেশে।

কলকাতার কৈলাশ কুমারটুলি। এখান থেকে রওনা দেয় দুর্গা। ঘরের মেয়ে ঘরে ফেরে। এবছর অক্টোবরে পুজো। কিন্তু এই জুন মাসে কুমারটুলিতে চরম ব্যস্ততা। তৈরি হচ্ছে প্রতিমা। যাবে বিদেশে।

   

মে থেকে জুন। এই সময়ে কমারটুলি থেকে বিদেশে রওনা হয় দুর্গাপ্রতিমা। কিন্তু এবার ছিল লোকসভা ভোট। তাই প্রতিমা তৈরির কারিগর মেলেনি। ভোট শেষ। এবার প্রতিমা তৈরির কাজ শুরু। শিল্পী মিন্টু পাল বলছেন, ‘ভোটের জন্য কারিগর পাওয়া যায়নি। সবে প্রতিমা যাওয়া শুরু হয়েছে।’

বিদেশে দুর্গাপুজোয় বাড়ছে থিমের চাহিদা। সেইমতো প্রতিমাও তৈরি হচ্ছে। ইতিমধ্যেই আমেরিকা এমনকী ইউরোপের বিভিন্ন দেশ থেকে আর্ডার এসেছে। জোর প্রস্তুতি শুরু করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে থাকা বাঙালিরাও। প্রতিবছর কুমারটুলি থেকে শ’খানেক মূর্তি যায় বিদেশে। সেখানে মিনিয়েচার প্রতিমায় পুজোর চল বাড়ছে। জাহাজে প্রতিমা যেতে ৭০ থেকে ৯০ দিন সময় নেয়। তাই মে-জুন মাসেই বেশিরভাগ প্রতিমা পাড়ি দেয় বিদেশে।