Durga Puja: অকালবোধন! মহালয়ার আগেই পথশিশুদের দুর্গাপূজা

আসলেই অকালবোধন! দেবীপক্ষ শুরুর আগেই দুর্গাপূজা শুরু। পথশিশুদের নিয়ে চমকপ্রদ দুর্গোৎসব হল কলকাতায়। ‘নীব’ নামে এক বিশেষ সন্ধ্যাকালীন বিদ্যালয়, যেখানে পথশিশু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া…

Durga Puja

আসলেই অকালবোধন! দেবীপক্ষ শুরুর আগেই দুর্গাপূজা শুরু। পথশিশুদের নিয়ে চমকপ্রদ দুর্গোৎসব হল কলকাতায়।

‘নীব’ নামে এক বিশেষ সন্ধ্যাকালীন বিদ্যালয়, যেখানে পথশিশু ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা শিক্ষা ও মানবিক মূল্যবোধের পাঠ পায়, তারা এদিন হাওড়ার ‘শ্রী জৈন বিদ্যালয়’-এর সহযোগিতায় আয়োজন করে বিশেষ দুর্গোৎসব উদযাপনের।

   

এর মূল উদ্দেশ্য শিশুদের মধ্যে নাগরিক চেতনা ও সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা। এই বিশেষ দুর্গোৎসব শুধু উৎসবের আনন্দই নয়, সমাজকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার বার্তাও বহন করল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও পশ্চিমবঙ্গ প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি সৌমিত্র পাল। বিশেষ অতিথি ছিলেন কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী ও শ্রী জৈন বিদ্যালয়ের প্রাক্তনী সুধীরকুমার মেহতা (এল.এল.এম)।

Advertisements

মেহতা বলেন, “দারিদ্র‍্য দূরীকরণ বা পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, সমাজেরও। যদি আরও কিছু সংগঠন ‘নীব’-এর মতো উদ্যোগ নেয় তবে খুব অল্প সময়েই সমাজ সমৃদ্ধ হয়ে উঠবে।”

তিনি কর্পোরেট সংস্থাগুলিকে আহ্বান জানান, সমাজে বিনিয়োগ করার মাধ্যমে তারা দেশের ভবিষ্যৎ উন্নয়নে এক বড় ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে তিনি শশী কঙ্করিয়ার প্রচেষ্টা ও এই প্রকল্পকে সফলভাবে গড়ে তোলার প্রশংসা করেন।

অনুষ্ঠানের আয়োজক ‘ছত্রছায়া’ দল বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থেকে এই শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নানা রকম সহযোগিতার অঙ্গীকার করেন।