দুর্গাপুজোয় ছুটি বন্ধ, রাজ্য পুলিশের জন্য বড় নির্দেশিকা জারি ভবানী ভবনের

কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবছর দুর্গাপুজো (Durga Puja 2025) থেকে ছটপুজো পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি না দেওয়ার নির্দেশ জারি করল রাজ্য পুলিশ ডিরেক্টরেট। ইতিমধ্যেই…

Clashes Erupt at Jadavpur 8B Bus Stand on India Bandh Day, Tensions Escalate

কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবছর দুর্গাপুজো (Durga Puja 2025) থেকে ছটপুজো পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি না দেওয়ার নির্দেশ জারি করল রাজ্য পুলিশ ডিরেক্টরেট। ইতিমধ্যেই কলকাতা পুলিশে এমন নির্দেশ জারি হয়েছিল। এবার রাজ্য পুলিশের সর্বস্তরের আধিকারিক থেকে কর্মীদের উদ্দেশ্যে একরকম বার্তা পাঠালেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।

ডিরেক্টরেট সূত্রে খবর, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কোনও পুলিশ আধিকারিক বা কর্মীকে ছুটি না দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। কেবলমাত্র জরুরি পরিস্থিতি বা মেডিক্যাল এমার্জেন্সির মতো বিশেষ কারণ থাকলেই ছুটি বিবেচনা করা হবে। অর্থাৎ সাধারণত দুর্গাপুজো ও ছটপুজোর দীর্ঘ এক মাসের সময়কালে রাজ্যের সমস্ত পুলিশ কর্মীদের ডিউটিতে থাকতে হবে।

   

এই সময়ে দুর্গাপুজো, মহরম, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজোর মতো একাধিক গুরুত্বপূর্ণ উৎসব একসঙ্গে পড়ে। ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থার নজরদারি সব ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পুলিশকে।

ভবানী ভবনের তরফে বার্তা দেওয়া হয়েছে, পুজোর দিনগুলোতে গুজব ছড়ানো বা কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা পেলেই দ্রুত পদক্ষেপ নিতে হবে। কোনওরকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে। পাশাপাশি, উৎসবের দিনগুলোতে নাগরিকদের আনন্দে কোনও বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না।

রাজ্যের বিভিন্ন মণ্ডপে লাখো মানুষ ভিড় করেন। শুধু কলকাতাতেই প্রতিদিন পঞ্চাশ লক্ষাধিক দর্শনার্থী প্যান্ডেল হপিংয়ে বের হন। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন কর্তারা। সেই কারণে পুলিশের টহলদারি, সিসিটিভি নজরদারি এবং মোবাইল টিমের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলাতেই ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

Advertisements

প্রতিবার দুর্গাপুজোকে কেন্দ্র করে বাড়তি চাপ তৈরি হয় পুলিশের ওপর। তবে এবছর যেহেতু পুজো থেকে ছটপুজো পর্যন্ত পুরো এক মাসের সময় জুড়ে বিভিন্ন উৎসব রয়েছে, তাই পুলিশ কর্মীদের একযোগে মাঠে নামার প্রয়োজনীয়তা আরও বেশি বলে মনে করছে রাজ্য সরকার। সূত্রের খবর, কলকাতা ও জেলার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।

এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে—“রাজ্যবাসী যাতে নির্বিঘ্নে আনন্দে মেতে উঠতে পারে, সেই দায়িত্ব পুলিশের। তাই কোনও কর্মীকে পুজোর সময় অকারণে ছুটি দেওয়া যাবে না।” পাশাপাশি জাভেদ শামিমের বার্তা, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। উৎসবের দিনগুলোয় পুলিশের দায়িত্ব দ্বিগুণ।”

পুলিশ কর্মীদের একাংশ অবশ্য মনে করছেন, দুর্গাপুজোর মতো সময়ে ছুটি না পাওয়া অনেকের কাছেই কষ্টকর। কারণ, এই উৎসবের দিনগুলোতে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে তাঁদের। তবে কর্তারা মনে করছেন, রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, এবছর দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত টানা এক মাস ধরে রাজ্যের প্রতিটি থানায় এবং প্রতিটি পুলিশ লাইনে বাড়তি চাপের মধ্যে কাজ করতে হবে পুলিশ কর্মীদের। রাজ্য সরকারের কাছে সবচেয়ে বড় লক্ষ্য— উৎসবের দিনগুলোতে কোনওরকম দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে।