সাতসকালে শহরবাসীকে বিরাট ‘সারপ্রাইজ’ কলকাতা মেট্রোর, ২ ঘণ্টা আগে শুরু পরিষেবা

রবিবার ছুটির দিনে শহরবাসীকে দারুণ ‘সারপ্রাইজ’ দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আজ রবিবার শহরে পূর্ব নির্ধারিত সময়ের এক ধাক্কায় ২ ঘণ্টা আগে শুরু হল মেট্রো…

36 Metro Services to Be Reduced in One Go: Check the New Timetable

রবিবার ছুটির দিনে শহরবাসীকে দারুণ ‘সারপ্রাইজ’ দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। আজ রবিবার শহরে পূর্ব নির্ধারিত সময়ের এক ধাক্কায় ২ ঘণ্টা আগে শুরু হল মেট্রো পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন। যে কারণে বেজায় খুশি শহর এবং শহরতলীর মানুষজন। এমনিতে রবিবার কম মেট্রো থাকে, সেইসঙ্গে আবার বেশ কিছু সময় অন্তর অন্তর মেট্রো চলে। কিন্তু আজ তা ব্যতিক্রমী। এখন নিশ্চয়ই ভাবছেন কেন?

জানা যাচ্ছে, আজ রবিবার ১৬ জুন বাংলায় বহু পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) দিতে আসবে। এমনিতে রবিবার তার ওপর রাস্তায় বাস, লোকাল ট্রেন কম থাকে। যে কারণে সময়ের অনেক আগেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আজ সজাক ৭টায় দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে আপ এবং ডাউন লাইনের মেট্রো পরিষেবা শুরু হয়েছে।

   

এদিকে আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ দিনে কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। সময়ের আগে মেট্রো চালানোর জেরে একদিকে যেমন পরীক্ষার্থীরা উপকৃত হবেন ঠিক তেমনই অন্যান্য সাধারণ মানুষও উপকৃত হবেন বলে মনে হচ্ছে। 

অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৩৮টি (৬৯ আপ ও ৬৯ ডাউন) পরিষেবা চলবে। মেট্রোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল সওয়া সাতটায়, দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে সাতটায়। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।

উল্লেখ্য, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) 16 জুন সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা  পরিচালনা করবে। এর আগে ২৬ মে হওয়ার কথা থাকলেও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে ১৬ জুন করা হয়।