১৩৫ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাতিল ৫৩টি লোকাল ট্রেন, স্তব্ধ জনজীবন

ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। সাগর দ্বীপ ক্যানিং-এর আরও কাছে রেমাল। আজ রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া…

ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। সাগর দ্বীপ ক্যানিং-এর আরও কাছে রেমাল। আজ রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৩৫ কিমি বেগে আছড়ে পড়ার সম্ভাবনা। এদিকে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগেভাগে ট্রেন থেকে শুরু করে ফেরি পরিষেবা, বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ প্রবল দুর্যোগের আশঙ্কার মুখে রয়েছে বাংলা। ৬ জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি আজ রবিবার এবং আগামীকাল বাতিল করা হয়েছে বহু লোকাল, দূরপাল্লার ট্রেন। সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি। আজ বাতিল করা হয়েছে ৫৩টি লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানান গিয়েছে, শিয়ালদা ডিভিশনের বেশ কিছু শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। শিয়লদার পাশাপাশি হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল?

   

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার ছুটির দিনে বাতিল করা হয়েছে। লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদা- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল। এর পাশাপাশি আগামী সোমবার বাতিল করা হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা/বারাসত-হাসনাবাদ লোকালের মতো ট্রেন বাতিল থাকছে।

এদিন সকাল থেকে জায়গায় জায়গায় কোথাও ভারী তো কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। মেঘলা রয়েছে আকাশ। সেইসঙ্গে দিঘায় উঁচু উঁচু ঢেউয়েরও দেখা মিলেছে। সমুদ্র ও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। সুন্দরবনজুড়ে জলোছ্বাসের সম্ভাবনা।