লক্ষ্মীবারে দক্ষিণবঙ্গের ৮ জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, ছাতা সঙ্গে রাখুন

একদম দুয়ারে এসে হাজির হয়েছে বর্ষা (Monsoon)। আর এই বর্ষার দাপটে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও জেলাগুলিতে ব্যাপক…

একদম দুয়ারে এসে হাজির হয়েছে বর্ষা (Monsoon)। আর এই বর্ষার দাপটে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, সেইসঙ্গে বইছে দমকা হাওয়াও। বাংলা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আপনিও তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কেমন থাকবে আজ সারাদিন আবহাওয়া।

 

   

হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেছে। এছাড়া ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে রয়েছে। যার দাপটে আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় ব্যাপক বৃষ্টি হবে। আজ বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না শহর কলকাতাও। মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

 

 প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রসঙ্গে জানা যাচ্ছে আজ বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় কখনো মাঝারি তো কখনো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতাও। ফলে আপনারও যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তবে ছাতা সঙ্গে কিন্তু রাখতে ভুলবেন না।

 

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কয়েকটা দিন উত্তাল থাকবে বঙ্গোপসাগর। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে আগামী ৭২ ঘণ্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।