Home West Bengal Kolkata City Weather: ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে আসছে

Weather: ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে আসছে

Weather: ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলা। উত্তর থেকে দক্ষিণ ভ্যাপসা গরমে নাঝেহাল রাজ্যবাসী। বেশ কয়েকদিন যাবৎ গোটা রাজ্য জুড়ে কমেছে বৃষ্টির পরিমাণ। তবে আজ থেকে ফের বৃষ্টিতে ভিজবে বাংলার মাটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ফের বৃষ্টি শুরু হবে রাজ্যে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

Advertisements

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই কয় জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হলুদ সতর্কতা।

   

কলকাতা শহর ও তার আশে পাশের জেলা গুলো ভিজবে বৃষ্টিতে। এছাড়াও আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে আজ থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। তবে আপাতত উত্তরবঙ্গে নেই কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি জেলাগুলিতে নেই বৃষ্টির সম্ভাবনা।

তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে, আবহাওয়ার পারদ ওঠা নামায় এই দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার সামান্য নামতে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয়বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisements