আর রক্ষে নেই, আজ মঙ্গলবার নতুন করে বাংলায় দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন। বৃষ্টির (Rainfall) হাত থেকে রেহাই পাবে না বাংলার একটা জেলাও। উত্তরবঙ্গ মোটের ওপর শুকনো থাকলেও দক্ষিণবঙ্গের কপালে এদিন দুর্যোগ নাচছে।
আজ বাংলার বহু জেলার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগণায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে হতে পারে। সেইসঙ্গে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এরইসঙ্গে বেশ কিছু জেলায় শিলা বৃষ্টি,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ শিলা বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে। আজ মঙ্গলবার বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গ : তারিখ 18.03.2024 । বাকি দিন গুলোয় কোনো সতর্কতা নেই । pic.twitter.com/KYu2uj3Mpu
— IMD Kolkata (@ImdKolkata) March 18, 2024