আন্দোলন চলুক কিন্তু রাজনীতি যেন না হয়, নবান্ন অভিযানে নজর রেখে আর্তি নির্যাতিতার পরিবারের

নবান্ন অভিযান (Nabanna Abhiyan) ঘিরে মঙ্গলবার উত্তাল হয় গোটা শহর। কলকাতা হাওড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ ব্যারিকেড ভেঙে আন্দোলনের চেষ্টা হলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতের পরিস্থিতি…

নবান্ন অভিযান (Nabanna Abhiyan) ঘিরে মঙ্গলবার উত্তাল হয় গোটা শহর। কলকাতা হাওড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশ ব্যারিকেড ভেঙে আন্দোলনের চেষ্টা হলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় পুলিশের। এমন অবস্থায় বেশ কিছু বিক্ষোভকারীরা আহত হয়েছে। এবং পুলিশ কর্মীদের মধ্যেও কেউ জখম হন।এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সারাদিন বিপর্যস্ত শহরের জনজীবন।

ব্রেকিং: নবান্ন অভিযানে পুলিশের বাইকে আগুন ধরাল আন্দোলনকারীরা, আকাশ ছেয়েছে কালো ধোঁয়া

   

অন্যদিকে গতকাল সোমবারই ছাত্রসমাজের সদস্যরা মিলে দেখা করে সোদপুরে নির্যাতিতা পরিবারের সঙ্গে। নিজের তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তারা। সেই প্রসঙ্গে নির্যাতার বাড়ির লোক স্পষ্ট জানায়, আন্দোলন চলুক, যতদিন তাদের মেয়ের বিচার না হচ্ছে ততদিন আন্দোলন চলতে থাকুক, এটাই তাদের চাওয়া পাওয়া। ভয় পাচ্ছি আন্দোলন যদি থেমে যায় তাহলে হয়তো বিচার পাবে না আমার মেয়ে।

কিন্তু আন্দোলনের নামে মেয়েকে নিয়ে রাজনীতির পক্ষপাতিত্ব নন তারা। স্পষ্ট ভাষায় জানান, প্রতিবাদ আন্দোলনের সমর্থন রয়েছে কিন্তু তা যেন কোন রাজনীতি না হয়। সেজন্য কোন প্রতিবাদ মানছে আন্দোলনে সামিল হবো না বলেও জানিয়েছেন তাঁরা।

শহরজুড়ে ধুন্ধুমার, তার মাঝেই আরজি কর কাণ্ডে বড় স্বীকারোক্তি কলকাতা পুলিশের!

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ২৮ জুলাই, বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছেন। তিনি বলেন, বিজেপি ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে। ছাত্র সমাজ নিজেদের ক্ষমতায় এই আন্দোলন করেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, বুধবার কোনও বাংলা বন্‌ধ হবে না। তিনি বাংলার মানুষকে বন্‌ধে সাড়া না দেওয়ার আবেদন জানিয়েছেন।

দীর্ঘক্ষণ আটকে অ্যাম্বুল্যান্স, নবান্ন অভিযানের জেরে ভোগান্তিতে মুমূর্ষু রোগী পরিবার

এমন অবস্থায় বিক্ষোভ চলাকালীনই এই জমায়েত বেআইনি বলে লাগাতার ঘোষণা করতে থাকে পুলিশ বাহিনী। ব্যারিকেট এলাকাগুলির বিভিন্ন দিকে মাইক লাগানো হয়েছে। সেখানেই লাগাতার প্রচার করা হয় নবান্ন অভিযান সম্পূর্ণ বেআইনি। তার কারণ এর জন্য আগে পুলিশের অনুমতি নেয় নি সংগঠনগুলি।