দোষীরা শাস্তি পাক আগে, কর্মবিরতিতে অনড় চিকিত্সকেরা

আরজি কর (RG Kar case) কাণ্ডে চিকিত্সকদের আগেই কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগেও কলকাতা হাইকোর্টও আন্দোলনকারী পড়ুয়াদের কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেছিল। যদিও…

Doctors are not safe in westbengal delhi doctors statement over rg kar case

আরজি কর (RG Kar case) কাণ্ডে চিকিত্সকদের আগেই কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগেও কলকাতা হাইকোর্টও আন্দোলনকারী পড়ুয়াদের কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেছিল। যদিও তাতে এখনও পর্যন্ত লাভ হয়নি। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছে ডাক্তারি সংগঠনগুলি।

আরজি করের প্রতিবাদের মধ্যেই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী, কড়া বার্তা মমতাকে

   

আরজি করের তদন্তে বিলম্বের জন্য সিবিআই তদন্তের উপরেই ভরসা করছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। কারণ তাঁদের আশঙ্কা, এ রাজ্যে সরষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। এ ব্যাপারে বিভিন্ন প্রামাণ্য ঘটনার উল্লেখ করে আন্দোলনকারী চিকিৎসকেরা অভিযোগ করেছেন, ‘‘আড়ালে থেকে একটি ক্ষমতাশীল চক্র সক্রিয় হয়ে তদন্তে বাধা সৃষ্টি করছে, যাদের চাপের কাছে স্বাস্থ্যভবনও অসহায়’’।

আরজি কর হাসপাতালকে আধাসেনা দিয়ে মুড়ে ফেলা হলেও এখনও নিরাপদ বোধ করছেন না পড়ুয়ারা। তাঁদের দাবি অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে হাবসপাতালেই।

আরজি কর-কাণ্ডে নয়া মোড়, সন্দীপ ঘোষের আরও এক কুকীর্তির তথ্য CBI-র হাতে

কেন তাঁরা কর্মবিরতি বন্ধ করছেন না, তার স্বপক্ষে কয়েকটি প্রমাণ এবং যুক্তি পেশ করেছেন তাঁরা। প্রথমেই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানিয়েছে তারা। তাদের দাবি, হাসপাতালেই ঘুরে বেরাচ্ছে দোষীরা, তাঁদের গ্রেফতার করতে হবে।এ কলকাতা পুলিশ গোটা ঘটনার তদন্ত সম্পূর্ণ ব্যর্থ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তাঁরা।

নাছোড় সিবিআই, ডাঃ সন্দীপের বাড়িতে আরও কেন্দ্রীয় গোয়েন্দা

স্বাস্থ্যভবনের মদতে চলছে প্রমাণ লোপাটের চেষ্টা। তারজন্য সাহায্য করছে পুলিশ। এবং প্রতিটি মেডিক্যাল কলেজে আতঙ্কের পরিবেশ বন্ধ করতে হবে এবং প্রতিষ্টানের নীতি নির্ধারণে জুনিয়ারদেরল অংশগ্রহণ বাড়াতে হবে। ভোটদানের মাধ্যেম নির্বাচন হবে। অর্থ্যাত্ সামগ্রীক সংস্কারের দাবি নিয়েই কর্মবিরতি চালিয়ে যেতে চান আন্দোলনকারী চিকিত্সকেরা।