প্রায় পাঁচদিন ধরে দশ দফা দাবিতে অনড় জুনিয়ার ডাক্তারেরা(Doctor’s Hunger Strike)। ধর্মতলায় এখনও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন সাত জন জুনিয়ার ডাক্তার (Doctor’s Hunger Strike)। তাঁদের মনের জেদকে টলাতে পারেনি কোনও কিছুই। তবু সময় যতই এগোচ্ছে, ততই যেন সব দিক থেকে ঘিরে ধরছে দুর্বলতা। কিন্তু সকলের মুখে একটাই স্বর, যতদিন না পর্যন্ত বিচার সঠিক হচ্ছে ততদিন তাঁরা অনশন চালিয়ে যাবেন।
গতকাল রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে (Doctor’s Hunger Strike)। তাঁর অবস্থার অবনতি ঘটায় তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে সরকার যাতে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়, সদর্থক ভূমিকা নেয়, সেই দাবিই তুলছে নাগরিক সমাজ।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স (Doctor’s Hunger Strike)। স্বাস্থ্যক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের যাবতীয় দাবি মেটাতে সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানালেন তাঁরা। তবে এই অনুরোধ কতটা কাজে আসবে সেই দিতেই তাকিয়ে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা।
গত তিন দিন ধরে একই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, কিন্তু সুরাহা হয়নি। এক সতীর্থ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু বাকীদের মনোবল কমেনি। এখনও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য।