‘বেটি বাঁচাও অর্থহীন…,’ আরজি কর কাণ্ডে ‘নারী সুরক্ষা’ নিয়ে কেন্দ্রকে বিঁধলেন দেব

গত ৯ অগাস্ট আরজি কর কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেহ। প্রথমে হাসপাতালের তরফে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও…

গত ৯ অগাস্ট আরজি কর কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেহ। প্রথমে হাসপাতালের তরফে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও পরে জানা যায় খুন করে ধর্ষণ করা হয়েছে ওই নির্যাতিতাকে। এরপরে উত্তাল হয়ে ওঠে সমগ্র দেশ। বিচারের দাবিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই পথে নামেন। কিন্তু এই বিষয়ে একটা কথাও বলতে দেখা যায়নি ঘাটালের তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীকে (Dipak Adhikari)।

আরজি করের মতো নৃশংস ঘটনা নিয়ে যেখানে দেশ-বিদেশ সমগ্র উত্তাল সেখানে দেব কেন এ নিয়ে কোন প্রতিক্রিয়া দিচ্ছেন না? কেন সকলের সঙ্গে রাজপথে পা মেলাচ্ছেন না সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেকে। এরপর কিছুদিন আগে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি মিছিলে সামিল হয়ে মুখ খুলেছিলেন দেব। তবে এবার এই ঘটনা নিয়ে ফের দ্বিতীয়বার মুখ খুললেন টলি অভিনেতা। আর এই ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ কিংবা কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর মতো নারীকেন্দ্রিক সরকারি প্রকল্পগুলির কথাও তুলে ধরলেন তিনি। ঠিক কী বলেছেন দেব?

   

বুধবার ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস যন্ত্র উদ্বোধন করতে গিয়ে সেখান থেকে বেরোনোর সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। আরজি করের আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে ঘাটালের সংসদ বলেন, “আরজি করে যা হয়েছে খুবই দুঃখজনক, নিন্দনীয়। তার প্রতিবাদ করাই উচিত। সাধারণ মানুষ সেই আবেগ থেকেই পথে নেমেছেন। আমাদের নিশ্চিত করতে হবে, আর কারও সঙ্গে যেন এমন না হয়। ধর্ষকেরা এই অপরাধ করার আগে যেন ভয় পায়। এটা তো শুধু বাংলা বা অন্য কোনও রাজ্যের বিষয় নয়, এটা সারা দেশের বিষয়।

‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর কোনও মানেই নেই, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না পারি।” সেইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিশানা করে অভিনেতা বলেন, “আমি শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি। কিন্তু কিছু রাজনৈতিক দল অশান্তির চেষ্টা করছে। এটা বাংলার সরকার ফেলা বা বাংলার সরকারকে হেনস্থা করার সময় নয়। এটা শুধু বাংলার লজ্জা নয়, ভারতের প্রতি দলের প্রতি রাজ্যের লজ্জা। এই আন্দোলনকে আমরা যেন মনে রেখে দিতে পারি।” তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি কেন্দ্র সরকারকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

আরজি করের ঘটনা এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের ঠিক কী করা উচিত সেই উদ্দেশ্যে ঘাটালের তৃণমূল সাংসদ দেব বলেছেন, “কেন্দ্রের উচিত এখনই সর্বদল বৈঠক ডাকা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসা। ধর্ষণ আটকাতে এবং ধর্ষকের শাস্তি ঠিক করতে আলোচনা হোক। দেশের সংবিধানে কঠোর নিয়ম আসা উচিত। ধর্ষণবিরোধী বিল আনা দরকার। আমাদের দেশে নারীদের জন্য এত প্রকল্প। তা সত্ত্বেও আমরা নারীদের রক্ষা করতে পারছি না। দেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে।”