Dilip Ghosh :’আইসির কাপড় খুলে নেব, জুতাপেটা করব,’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। তাঁর মুখে লাগাম নেই। ভাষার বাঁধন নেই। নির্বাচন কমিশনের কাছে কানমোলা খাওয়ার পরেই তিনি শুধরে যাননি। এখনও সেই মেজাজ। এখনও…

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। তাঁর মুখে লাগাম নেই। ভাষার বাঁধন নেই। নির্বাচন কমিশনের কাছে কানমোলা খাওয়ার পরেই তিনি শুধরে যাননি। এখনও সেই মেজাজ। এখনও লাগামহীন ঘৃণা ভাষণ। এবার কোনও বিরোধী দলকে নয় বরং এক আইসিকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে কাপড় খুলে নেবেন বলে হুঁশিয়ারি দিলেন। এখানেই শেষ নয়, তাকে জুতো পেটাও করবেন। এইটুকু বলেও থামেননি তিনি, তাঁর মা-বাপ অবধি টেনেছেন। আবার তিনি জানিয়েছেন যে, অন রেকর্ড বলছি আমার নামে নালিশ করতে হলে করুক। আমি ভয় পাইনা।

কিছুদিন আগেও তাঁকে কমিশনের ধমক দেওয়া হয়েছিল। শুধু তাই নয় তাঁকে সতর্ক করেছিল দল। কিন্তু তিনি কিছুতেই ভয় পাওয়ার পাত্র নয়। নির্বাচনী প্রচারে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমানের নীলপুর বাজারের চা চক্র থেকে এ বিষয়ে মুখ খুললেন দিলীপ। এদিন আইসিকে বেলাগাম আক্রমণ করেন তিনি।” আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি। দেখে নেব কী করে সারা জীবন চাকরি করে।”  শুধু তাই নয় ভোট মিটে যাওয়ার পরে আইসিকে কোন বাপ বাঁচায় বলেও হুমকি দেন তিনি।

   

এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসকদল। প্রসঙ্গত, এই প্রথম নয়। দিলীপ ঘোষ বরাবরই বেলাগাম। ভোটের মুখে আবারও তাঁর এই মন্তব্য কি কমিশনের কান অবধি পৌঁছাবে, উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তিনি কি করে একজন প্রশাসনিক কর্তাকে এমন মন্তব্য করতে পারেন সেই নিয়েও শুরু হয়েছে বিতর্ক।