ব্যারাকপুর শুটআউট কাণ্ডের প্রায় ১৮ ঘণ্টা পরও অধরা দুষ্কৃতী। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। তাঁকে পালটা জবাব দেয় তৃণমূল।
দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যজুড়ে বোমা-বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে।
পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে। যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে। রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে৷ তৃণমূল ইচ্ছাকৃতভাবে বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে।’
দিলীপ ঘোষের এই মন্তব্যে শান্তনু সেনের দাবি, “বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা যেকোনও ঘটনাকে ইস্যু তৈরি করছে। কথায় কথায় রাজ্য সরকারকে নিশানা করছে। রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর। শুটআউটের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, শুটআউটের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের পথে স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক ব্যারাকপুর-পলতার স্বর্ণ ব্যবসায়ীদের। মিছিল করে ব্যারাকপুর কমিশনারেট পর্যন্ত যাবেন তারা।