দলবদলের জল্পনা, দলে ভেতরের ক্ষোভ এবং নেতৃত্বের প্রতি অসন্তোষ—এই সবকিছুকে সামনে এনে ফের একবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে উপস্থিত হয়ে যেমন রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছিলেন, তেমনই এবার দলের একাংশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেও রাজ্য রাজনীতির (Dilip Ghosh) কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
‘বিজেপি করে খাওয়ার জায়গা নয়’
দলের ভেতরে বেড়ে চলা মতবিরোধ এবং ‘দলবদলুদের’ আধিপত্য (Dilip Ghosh) নিয়ে ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন,“বিজেপি করে খাওয়ার জায়গা নয়। অনেকে এখানে করে খেতে এসেছেন। হিন্দু-হিন্দু করছেন অনেকেই। ২০২১ সালের পর পার্টি দেখে এসে বলছেন, ৭৭ জন হিন্দু শহীদ। ওরা জানে না ওটা ২৭৭ হতে পারত।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি নাম না করে বিজেপির ভিতরে ঢুকে পড়া তৃণমূলঘেঁষা বা সুবিধাবাদী নেতাদের দিকে আঙুল তুলেছেন, যাঁরা দলে প্রবেশের পর থেকে সংগঠনের ক্ষতি করেছেন বলে অভিযোগ দিলীপ ঘোষের।
‘দালালদের দাপটে দল হারে’
নিজের রাজনৈতিক অতীত টেনে এনে দিলীপ ঘোষ জানান,“আজ দলে এমন লোক আছে, যাদের বিরুদ্ধে লড়াই করে আমি দল গড়েছিলাম। আজ তারা দলে এসে দাপট দেখাচ্ছে। আমি ৭৭ জন বিধায়ক-সাংসদ দিয়েছিলাম। এখন সংখ্যা কমছে। প্রশ্ন করুন তাদের—কেন গ্রাফ নিচে নামছে? আমরা জিততে ভুলে গিয়েছি।”
এই মন্তব্যে তিনি স্পষ্টতই ইঙ্গিত করেছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির অবনতির জন্য দায়ী কিছু নির্দিষ্ট ‘দলবদলু’ (Dilip Ghosh) নেতা এবং দলীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করা কিছু প্রভাবশালী নেতাকে।
‘দিলীপ (Dilip Ghosh) ঘোষ মরবে, তবু বিজেপি ছাড়বে না’
দলবদলের জল্পনা প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “দিলীপ ঘোষ (Dilip Ghosh) মরে যাবে, কিন্তু বিজেপি ছাড়বে না।”
এই এক কথায় তিনি দলের প্রতি নিজের আনুগত্য স্পষ্ট করে দিয়েছেন, সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, তাঁকে ঘিরে যে রাজনৈতিক কৌশল বা গুজব ছড়ানো হচ্ছে, তাতে তিনি বিচলিত নন।
‘অপসংস্কৃতি ঢুকেছে দলে’
দলের সংস্কৃতি নিয়েও কড়া মন্তব্য করে দিলীপ (Dilip Ghosh) বলেন,“দলে অপসংস্কৃতি ঢুকেছে। অনেকে চান আমি চলে যাই, তাহলে তাঁদের সুবিধা হবে। কিন্তু আমি থাকছি। যখন থেকে ওরা এসেছে, তখন থেকেই দলের অবনতি হয়েছে।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন, দলীয় নেতৃত্বের ভিতরে এখন নিজের স্বার্থ নিয়ে কাজ করছেন কিছু নেতা, যাঁরা চান তিনি সরে যান, যাতে নিজেদের জায়গা পোক্ত করা যায়।
দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা
সবশেষে, বিজেপির (Dilip Ghosh) কর্মী এবং সমর্থকদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেন, “আপনারা ঠিক করুন, কার জন্য লড়বেন। আমি এখনও লড়ছি, লড়াই থেমে যাবে না।”
এই বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন, ভবিষ্যতেও তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন এবং নিজের অবস্থান থেকে সরবেন না।দলবদল, অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনীতির নানা প্রেক্ষাপটে দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে বঙ্গ বিজেপির ভিতরে বিদ্যমান চাপ এবং গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে নিয়ে এল। একইসঙ্গে, তাঁর এই বক্তব্য রাজ্য রাজনীতির আগামী রণকৌশল নির্ধারণেও প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক মহলের। এখন দেখার, দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে কী অবস্থান নেয়।