‘দলেই জায়গা পাচ্ছিলাম না, ছাড়ার কথা ভাবছিলাম’— মুখ খুললেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ আবারও রাজনীতির চর্চার কেন্দ্রে। এক সময় বিজেপির রাজ্য (Dilip Ghosh)  সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি এবং মেদিনীপুর থেকে নির্বাচিত সাংসদ হিসেবে যিনি দলে দৃঢ় অবস্থান…

Treated Poorly in My Own Party,” Says Dilip Ghosh Amid Exit Rumors

দিলীপ ঘোষ আবারও রাজনীতির চর্চার কেন্দ্রে। এক সময় বিজেপির রাজ্য (Dilip Ghosh)  সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি এবং মেদিনীপুর থেকে নির্বাচিত সাংসদ হিসেবে যিনি দলে দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন, আজ তাঁর অবস্থান দলের ভেতরেই প্রশ্নের মুখে। সম্প্রতি দিল্লি গিয়েছেন তিনি— এবং যাওয়া-ফেরার টিকিট কেটেছেন একরকম অজানা বার্তা দিয়েই। ফেরার টিকিট না কাটার বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা।(Dilip Ghosh)  

দিলীপ ঘোষ আগেও বলেছেন, তাঁকে দল ধীরে ধীরে কোণঠাসা করে ফেলেছে। (Dilip Ghosh)  রাজ্যের রাজনীতিতে বিজেপির উত্থানের সময় তিনিই ছিলেন মুখ্য চরিত্র। রাস্তায় নেমে লড়াই, ঘুরে ঘুরে জেলা সফর, সংগঠনকে মজবুত করা— সবক্ষেত্রেই দিলীপ ঘোষের ভূমিকা ছিল স্পষ্ট। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে যেন ছবিটা বদলে যেতে শুরু করে। দলীয় অবস্থানের পাশাপাশি তাঁর প্রতি ব্যবহারে দেখা যায় একধরনের উদাসীনতা।(Dilip Ghosh)  

   

দলেই যেন ব্রাত্য

শুধু তা-ই নয়, দিলীপ ঘোষ নিজেই সম্প্রতি বলেছিলেন—(Dilip Ghosh)  

পার্টির মিটিং-এ আমাকে চেয়ারই দেওয়া হত না।”

এ কথার মধ্যেই স্পষ্ট তাঁর ক্ষোভ। দীর্ঘদিন দলের অন্যতম মুখ হিসেবে(Dilip Ghosh)  কাজ করলেও এখন তাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে দূরে রাখা হচ্ছে। যেমন সম্প্রতি রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট বললেন, “এমন আরও অনেক ঘটনা আছে।(Dilip Ghosh)  

Advertisements

দল থেকে তাঁকে দূরে সরিয়ে রাখার প্রয়াস যে একদিন-দু’দিনের নয়, তা তাঁর বক্তব্যেই পরিষ্কার। তবে তাতেও তিনি দল ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন,“আমি পার্টি ছাড়িনি, ছাড়ার কথাও বলিনি। অনেকে চেয়েছিল আমি দল ছাড়ি, কিন্তু আমি ছাড়িনি। যে পার্টিকে দাঁড় করিয়েছে, সে পার্টি ছেড়ে যাবে কেন?”(Dilip Ghosh)  

দল বদলের জল্পনা উস্কে দিয়েছিলেন নিজেই

২১ জুলাই সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি রাজনৈতিক(Dilip Ghosh)  মহলে জল্পনা বাড়িয়েছিলেন দিলীপ ঘোষ। অনেকেই ভেবেছিলেন, হয়তো তিনি তৃণমূল ঘনিষ্ঠ হচ্ছেন কিংবা অন্য কোনও রাজনৈতিক দলে নাম লেখাতে পারেন। যদিও দিল্লিতে গিয়ে নিজের বক্তব্যে সেই জল্পনাকেও খানিকটা খণ্ডন করলেন তিনি। তাঁর দাবি, তিনি দলের জন্য কাজ করেছেন, এখনও করেন। তবে, দলীয় সিদ্ধান্তে যে তাঁর রাজনৈতিক ক্ষতি হয়েছে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন(Dilip Ghosh)  

মেদিনীপুরের মতো বিজেপির শক্ত ঘাঁটি ছেড়ে তাঁকে বর্ধমান থেকে লড়তে(Dilip Ghosh)  পাঠানো হয়েছিল। সেখানে হেরে যান দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন,“দল বলেছিল, তাই করেছিলাম। তাতে কী লাভ-ক্ষতি হয়েছে, তা দলের ভাবা উচিত।”(Dilip Ghosh)  

দলের ভিতরেই দ্বন্দ্ব?

দিলীপ ঘোষের এই বক্তব্য থেকে বিজেপির (Dilip Ghosh)  অন্দরের অব্যক্ত দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এল। বিশেষ করে যারা এক সময় তাঁর পাশে ছিল, তাঁদের অনেকেই এখন রাজ্য নেতৃত্বে ক্ষমতাশালী। কিন্তু দিলীপ ঘোষ বরাবর স্পষ্টবক্তা। কোনও কিছু চেপে না রেখে দলের ভিতরের চাপানউতোর জনসমক্ষে তুলে ধরার সাহস রাখেন। এই কারণে তাঁর আলাদা একটা অবস্থান সবসময়ই থেকেছে।(Dilip Ghosh)