Dilip Ghosh: ‘ঝড় হলে টিএমসির পোয়া বারো’মন্তব্য দিলীপ ঘোষের

      আম্ফান,আয়লা সহ একাধিক ঝড়ে ইতিমধ্যে বিধ্বস্থ হয়েছে বাংলা। আর তা নিয়ে প্রচুর টাকা পয়সা বেনিয়মের অভিযোগ করেছে বিরোধীরা। সেই কথাই আবার সামনে আনলো…

Dilip Ghosh

short-samachar

 

   

আম্ফান,আয়লা সহ একাধিক ঝড়ে ইতিমধ্যে বিধ্বস্থ হয়েছে বাংলা। আর তা নিয়ে প্রচুর টাকা পয়সা বেনিয়মের অভিযোগ করেছে বিরোধীরা। সেই কথাই আবার সামনে আনলো বিজেপি নেতা দিলীপ ঘোষ। জলপাইগুড়ির ঝড় প্রসঙ্গে তিনি বলেন,”বন্যা,ঝড়,ভূমিকম্প ওরা চায়। তাহলে কামাই হবে। প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।” এদিন অভিষেক ব্যানার্জী অভিযোগ করেন আবাস যোজনার টাকা যদি কেন্দ্র দিতো তাহলে ওই মানুষগুলোকে মরতে হতো না। সকলেই মাথার উপর ঢালাই ঘর পেতো।

সে প্রসঙ্গেই মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন,”বন্যা, ঝড়, ভূমিকম্প ওরা চায়। তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার মানুষের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এবং ক্ষতিপূরণ দিয়ে নিজের জীবনে ফিরিয়ে আনা। আমরা বিরোধী পার্টি। আমরাও মানুষের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় এত টাকার ফিরিস্তি শোনায়, কিন্তু মানুষের কাছে পৌঁছয় না।” এরপর তিনি পুনরায় আয়লা-আমফানের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে বলে অভিযোগ তোলেন। বলেন, “আয়লা-আমফানে টাকা এল। অথচ গেল তৃণমূলের নেতা ও আত্মীয়দের পকেটে। যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না।”