কলকাতা: অন্তর্জালের জমানায় ক্রমেই বাড়ছে প্রচারণার ফাঁদ৷ সামনে আসছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা৷ যেখানে পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার সেজে ফোন করে গ্রেফতারির ভয় দেখানো হচ্ছে৷ তেমনই এক প্রতারণার শিকার কলকাতার তরুণী৷ দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক সেজে কলকাতার ওই তরুণীর কাছে প্রতারকদের ফোন আসে৷ তাঁকে বলা হয়, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে৷ তা মিটিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয়৷ না হলে তিনি বিপদে পড়বেন বলেও হুমকি দেন ভুয়ো আধিকারিকরা৷ তাঁদের কথায় রীতি মতো ভয় পেয়ে প্রতারকদের ৬৬ লক্ষ ২৬ হাজার টাকা দিয়ে দেন ওই তরুণী৷ (digital arrest scam kolkata)
ভয় দেখিয়ে টাকা আদায় digital arrest scam kolkata
পরে ভুল বুঝতে পেরে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জগন্নাথ শিন্ডে এবং বিনোদ কোন্দিবা পওয়ার নামে দুই ব্যক্তিকে শিয়ালদহ থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা উভয়েই মুম্বইয়ের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ।
এক মাস আগে এই ঘটনাটি ঘটে। দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিক পরিচয়ে কলকাতার ওই তরুণীকে ফোন করেন শিন্ডে ও পাওয়ার৷ ওই তরুণীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বলে তাঁকে রীতিমতো ভয় দেখানো হয়। এই অভিযোগের হাত থেকে বাঁচতে হলে ৬৬ লাখ ২৬ হাজার টাকা দিতে হবে। চাপের মুখে তাঁদের দাবি মেনে নেন ওই তরুণী৷
তদন্তে চারুমার্কেট থানার পুলিশ digital arrest scam kolkata
চারুমার্কেট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারেন ওই তরুণীর বিরুদ্ধে কোনও অভিযোগই নেই৷ তিনি প্রচারণার শিকার। এর পরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযানে নামে পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে হানা দেন তাঁরা৷ অবশেষে মঙ্গলবার শিয়ালদহের একটি হোটেল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই তরুণীর কাছ থেকে হাতানো টাকা তাঁরা ধনজির নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। হোটেলের ঘরে তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল, একটি সিম কার্ড এবং বেশ কিছু ব্যাঙ্কের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সাইবার ক্রাইম নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে৷ প্রতারকরা কখনও পুলিশ সেজে, কখনও বা ইডি-সিবিআই আধিকারিকের পরিচয়ে প্রতারণার ফাঁদ পাতছে৷ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাপিশ করছে৷
Kolkata City: Kolkata woman loses ₹66.26 Lakh to digital arrest scam. Fraudsters posed as Delhi Police Cyber Crime Officers. Shinde and Pawar arrested in connection. Details on the rising digital fraud cases