Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityTMC: বিধানসভায় নয় রাজভবনে শপথ ধূপগুড়ির তৃ়ণমূল বিধায়কের

TMC: বিধানসভায় নয় রাজভবনে শপথ ধূপগুড়ির তৃ়ণমূল বিধায়কের

- Advertisement -

শনিবার শপথ নিলেন জলপাইগুড়ির ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়। বহু টানাপোড়েনের পর শপথ নিলেন ধূপগুড়ির বিধায়ক। শনিবার রাজভবনে শপথবাক্য পাঠ করেন নির্মলচন্দ্র রায়। তবে তৃণমূল বিধায়কের শপথ-গ্রহণ অনুষ্ঠানে দেখা যায়নি বিধানসভার অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রীকে। এই প্রথম রাজভবনের কোনও বিধায়কের শপথপাঠ হল।

ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। ধূপগুড়ির অধ্যাপক-বিধায়ক নির্মলচন্দ্র রায় ইংরাজিতে শপথবাক্য পাঠ করেন।

   

গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপভোটের ফল ঘোষণার পর আজ ৩০ তারিখ শপথ নিলেন বিধায়ক নির্মলচন্দ্র রায়। শপথ নিয়ে প্রথম থেকেই ছিল টানাপোড়েন। এর আগে গত শনিবার ২৩ সেপ্টেম্বর বিধায়কের শপথপাঠের কথা ছিল রাজভবনে। কিন্তু রাজভবনের চিঠি তাঁর হাতে পৌঁছয় ২৫ তারিখ। তবে সেই শপথ হয়নি। এরপরই পরিষদীয় মন্ত্রী চিঠি লেখেন রাজভবনে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল বোসকে সে চিঠি লেখেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেন যে দীর্ঘদিন বিধায়ক শপথ না নেওয়ায় ধূপগুড়ির মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এরপর তিনি শোভনদেবকে চিঠি লেখার কথা বলেন। অবশেষে শনিবার শপথবাক্য পাঠ করলেন নির্মলচন্দ্র রায়। রাজ্যপালকে এদিন রাজবংশী গামছা উপহার দেন বিধায়ক।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular