লেলিহান শিখা বাড়ছে। এমনই আগুন যে রাজভবনেও লেগেছে আঁচ। ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন ছড়াচ্ছে। রাস্তায় বেরিয়ে আগুন দেখছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনাস্থলে কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
Advertisements
অগ্নিকাণ্ডে শরাফ হাউসের ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। আগুন নেভাতে চেষ্টা করছে দমকল কর্মীরা। শরাফ হাউসের উপরে রান্নাঘর থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন এত ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে।