বাড়ছে রোগী মৃত্যু…জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরাতে সোচ্চার দেশ বাঁচাও গণমঞ্চ

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় বিচারের দাবিতে ৯ অগস্ট থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors rg kar protest) । তার জেরে সাধারণ মানুষ…

Desh bachao Mancha start campaigning against junior doctors to send them to medical service

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় বিচারের দাবিতে ৯ অগস্ট থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors rg kar protest) । তার জেরে সাধারণ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে ‘বিচার চাই, নৈরাজ্য নয়’ স্লোগানকে সামনে রেখে এবার পথে নেমে আন্দোলন সংগঠিত করতে চলেছে দেশ বাঁচাও গণমঞ্চ।

আর সেই বিষয় এবার তৎপর হল দেশ বাঁচাও গণমঞ্চ। সেই মতো সোমবার দুপুর ২টোয় সল্টলেকের করুণাময়ীতে এই প্রতিবাদ সভা হবে। সমাজের সমস্ত শ্রেণির মানুষজনকে এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার আবেদন জানানো হয়েছে মঞ্চের তরফে। তাৎপর্যপূর্ণ ভাবে এই গণমঞ্চের প্রধান মুখগুলির মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু , বাংলা সিনেমার বিশিষ্ট পরিচালক হরনাথ চক্রবর্তী। মঞ্চের দাবি, জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে (Junior Doctors rg kar protest)  রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যে রাজ্যে ৩০ জনের ওপর মৃত্যু হয়েছে। তাই চিকিৎসক হিসেবে রাজ্যের এই মানুষদের দিকটিও তো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভেবে দেখা উচিত।

   

এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানায় দেশ বাঁচাও মঞ্চের সদস্যেরা। মঞ্চের তরফে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে, সেগুলি হল, সিবিআই যাতে দ্রুত নির্যাতিতার তদন্ত প্রক্রিয়া শেষ করে, সুপ্রিম কোর্ট যেন দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দ্রুত শাস্তি দেন। সেইসঙ্গে বিচারের দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তাররা যেন কাজে যোগ দিয়ে সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা অবিলম্বে চালু করেন। আগামীকাল এই দাবি নিয়েই পথে নামতে চলেছে মঞ্চের সদস্যেরা। তবে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে প্রতিহত করতেই রাজ্যের শাসক দল এই নয়া বিকল্প মঞ্চকে পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে কিনা সেবিষয়েও প্রশ্ন উঠছে।