Kolkata: বাড়ছে ডেঙ্গু আক্রান্তের (Dengue Strikes) সংখ্যা। মৃত্যু সংখ্যাও ক্রমশ উর্ধগামী। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে বেশ কিছু জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। সেখানে মৃত্যু হল আরো এক ডেঙ্গু আক্রান্তের।
জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী অনিমা সর্দার তিনি বারুইপুরের বাসিন্দা। তাকে গতকাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু পজেটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে তাকে বিদ্যাসাগর হাসপাতাল থেকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে রেফার করা হয়।
বাঙ্গুরে আসার পর তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন তার মধ্যে ডেঙ্গুর সব রকমের উপসর্গ এসেছিল। অবশেষে আজ তার মৃত্যু হয়েছে।
চলতি মাসে এই নিয়ে রাজ্যে ৮ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জন কলকাতার বাসিন্দা অন্য ৭ জন জেলার বিভিন্ন প্রান্তের। একের পর এক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে।