বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টিপাত (Heavy Rainfall) হচ্ছে বাংলাজুড়ে। আজ রবিবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। ভোররাত থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে আজও এই ভারী বৃষ্টির হাত থেকে বাংলা রেহাই পাবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজও সারাদিন বৃষ্টি চলবে। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বেশ কয়েকটি জায়গায় আপাতত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরকম প্রতিকূল আবহাওয়া ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপটি ঘনঘন স্থান পরিবর্তন করছে। তবে হাওয়া অফিসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই স্থান পরিবর্তন করলেও নিম্নচাপ কিছুতেই দক্ষিণবঙ্গ ছাড়ছে না এখনই।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপর গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর। জানা গিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। আজ ১৫ সেপ্টেম্বর অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেক্লায়।
বাংলার পাশাপাশি আইএমডি ১৫ সেপ্টেম্বর দক্ষিণ ঝাড়খণ্ডে বিচ্ছিন্নভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশেও একই অবস্থা দেখা যাবে।
১৫ সেপ্টেম্বর থেকে ওড়িশা, বিহার ও মধ্যপ্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। আসাম ও মেঘালয়ে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
Deep Depression over Gangetic West Bengal and adjoining Bangladesh. pic.twitter.com/5ySFikUDOj
— IMD Kolkata (@ImdKolkata) September 14, 2024