Debashree Roy: কুকুর আটকে আদালত অবমাননার দায়ে প্রাক্তন TMC বিধায়ক দেবশ্রী

হারিয়ে যাওয়া কুকুরকে নিজের ফাউন্ডেশনের কাছে রেখেছিলেন অভিনেত্রী (Debashree Roy) দেবশ্রী রায়। আদালতের নির্দেশের পরেও কুকুরটিকে ফেরত দেননি তিনি। বুধবার কলকাতা হাইকোর্টে ফের আদালত অবমাননার…

হারিয়ে যাওয়া কুকুরকে নিজের ফাউন্ডেশনের কাছে রেখেছিলেন অভিনেত্রী (Debashree Roy) দেবশ্রী রায়। আদালতের নির্দেশের পরেও কুকুরটিকে ফেরত দেননি তিনি। বুধবার কলকাতা হাইকোর্টে ফের আদালত অবমাননার অভিযোগ উঠেছে অভিনেত্রী তখন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে।

আদালত সূত্রে খবর, বিজয়গড়ের সুকন্যা মীরবাহারের কুকুর ব্রুনো গত বছরের ডিসেম্বর মাসে হারিয়ে যায়। এরপরেই খোঁজ পেতে গলফগ্রীন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে হাওড়ার পাঁচলয়া এলাকা থেকে কুকুরটিকে উদ্ধার করে দেবশ্রী রায়ের ফাউন্ডেশনে দেওয়া হয়েছিল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কলকাতা হাইকোর্টে মামলা গড়ালে পশু চিকিৎসককে কুকুরটির অবস্থা দেখার জন্য নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। কুকুরের ভাবভঙ্গী দেখে পোষ্যটিকে মহিলার হাতে তুলে দিতে বলেন বিচারপতি। কিন্তু তা হয়নি। বরং টাকা চাওয়া হয়েছিল ওই ফাউন্ডেশনের তরফে। ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিআবে অভিনেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে আঙুল উঠেছিল।

কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার জন্য লিখিত বয়ান জমা করতে বলা হয়েছিল অভিনেত্রীকে। জবাবে অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থ থাকার কারণে তিনি ফেরত দিতে পারেননি। কুকুরটি রাখার জন্য ১০ হাজার টাকা চেয়েছেন তিনি। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, বিচারপতি মান্থা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রায় দিলেও, কেন সেই রায়কে মান্যতা দেননি? অসুস্থতার কারণ হিয়াবে তিনি দেখিয়েছেন সাধারণ ঠান্ডা লাগা।

আদালতের তরফে জানানো হয়েছে, ওই অভিনেত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ থাকছে। তবে আজই দুপুর ২ টো নাগাদ কুকুরের মালিককে ফেরত দিতে হবে। কুকুর ফেরত দেওয়ার পরেই আদালত ঠিক করবে অবমাননার অভিযোগে ক্ষমা করবে কি করবে না।