হলদিয়ায় দেদার ছাপ্পাভোট!দেবাংশু তুললেন পুনরায় ভোট গ্রহণের দাবি

হলদিয়ায় দেদার ছাপ্পা ভোটের অভিযোগে তুমকালাম!ভোটের ষষ্ঠ দফার দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির অভিযোগ পাওয়া গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ছাপ্পা…

avijit- debanshu

হলদিয়ায় দেদার ছাপ্পা ভোটের অভিযোগে তুমকালাম!ভোটের ষষ্ঠ দফার দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির অভিযোগ পাওয়া গিয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে হলদিয়া ভবানীপুর শান্তশ্রী বিদ্যামন্দির বুথে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরে সেই কেন্দ্রে পৌঁছলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে তাঁর কাছে অভিযোগ জানান ভোটাররা।

জানা গিয়েছে, শান্তশ্রী বিদ্যামন্দির বুথে ছাপ্পাভোট চলছে বলে অভিযোগ ওঠে। সেখানে দেবাংশু পৌঁছলে তাঁকে ঘিরে ধরেন স্থানীয়রা। অভিযোগ, তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বুথের মধ্যে ঢুকেছিলেন বলেও জানান স্থানীয়রা। দেবাংশুকে ঘিরে ধরে এদিন ভোটাররা বলেন, “তাপসী মণ্ডল এখানে কী করছেন? উনি বলছেন, বিজেপি-কে ভোট দিতে। আমরা ভোট কাকে দেব, সেটা উনি বলে দেবেন কেন?” তাঁদের শান্ত করে দেবাংশু বলেন, “আপনাদের অভিযোগ সংবাদমাধ্যম শুনেছে। আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানাচ্ছি যে, তাপসী মণ্ডল বিধায়ক হয়ে এখানে এসেছেন। এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। আপনারা জমায়েত করবেন না। শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে বাড়ি যান আপনারা।”

   

সেখানে বিজেপি ছাপ্পাভোট দিচ্ছিল, স্থানীয়দের ভোট দিতে দেওয়া হয়নি, বিজেপি-কে ভোট না দিলে বেরিয়ে যেতে হবে বলে নিদান দেওয়া হয়, এমনকি মহিলা এবং পুরুষদের উপর লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ। দেবাংশু সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ করেন, এই বুথে ফের নির্বাচনের জন্য প্রস্তাব জানালেন দেবাংশু।