Debangshu New Slogan: লোকসভার আগে দেবাংশুর নতুন স্লোগান

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতায় ছিল প্রতিষ্ঠা দিবসের সভা। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য যেমন বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান এনেছিলেন, তেমন আজ…

Debangshu Bhattacharya Exposes Shocking Defection of TMC Leaders and Workers, Discloses Insider Information

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতায় ছিল প্রতিষ্ঠা দিবসের সভা। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য যেমন বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান এনেছিলেন, তেমন আজ নতুন স্লোগান আনলেন। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে নয়া স্লোগান আনলেন দেবাংশু ভট্টাচার্য। তাঁর নতুন স্লোগান ‘দড়ি ধরে মারো টান’।

জানা যাচ্ছে যে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ইস্যু নিয়েই তৈরি করা হয়েছে এই স্লোগান। বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় সেই স্লোগান। সেই বার ছিল বিধানসভা নির্বাচন, এবার পাখির চোখ আসন্ন লোকসভা।

   

আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা হাজার হাজার ছাত্র এবং যুবক আসেন জেলা থেকে। তাদের প্রিয় নেতা, তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে কলকাতায় আসেন তারা। রেকর্ড জমায়েত হবে বলে প্রথম থেকেই আশা করে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।

এই বিষয়ে, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “বাংলার প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়, শহর এবং ব্লক থেকে, ২৮ আগস্টের সভায় হাজার হাজার শিক্ষার্থী অংশ নেবে। সাম্প্রতিককালে এটি আমাদের দেখা সবচেয়ে বড় সমাবেশগুলির মধ্যে একটি হতে চলেছে। আবারও প্রমাণিত হবে যে, তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ার বাইরে, উভয় ক্ষেত্রেই সমান শক্তিশালী। সভার পরে বিরোধীদের রাতগুলো ঘুমহীন হবে।“