Corona: নতুন বছরে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ফের কি ফিরে আসছে করোনা (Corona)? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বাড়ছে আতঙ্ক

Coronavirus india

ফের কি ফিরে আসছে করোনা (Corona)? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বাড়ছে আতঙ্ক ।
নতুন বছরে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল বেলেঘাটা আইডিতে। মৃত গিরিশচন্দ্র দাস ট্যাংরা সেকেন্ড লেনের বাসিন্দা। অসুস্থ হয়ে ৫ জানুয়ারি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন তিনি। শেষ পর্যন্ত বুধবার ওই হাসপাতালেই তার মৃত্য়ু হয়। করোনায় এর আগে রাজ্যে দু’জনের মৃত্যু হয়েছে, গত ২০ ডিসেম্বর ও ১২ নভেম্বর ২০২২।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনা পজিটিভ এর সংখ্যা ২১ লক্ষ ১৮ হাজার ৬৭১ জন। তবে এর মধ্যে সুস্থও হয়ে উঠেছেন ৫ জন। পাশাপাশি সুস্থতার হার ৯৮.৯৮ শতাংশ।

দিনকয়েক আগেই করোনা ভ্যারিয়েন্ট BF.7 আক্রান্তের হদিশ মেলে রাজ্যে। সংক্রমিতদের সংস্পর্শে আসা প্রত্যেককে চিহ্নিত করা হয়। তবে করোনার নয়া স্ট্রেন নিয়ে অযথা দুশ্চিন্তার কোনও কারণ বলেই মত স্বাস্থ্যদপ্তরের।