Metro: মাটির তলায় মেট্রো লাইনে কার দেহ? কীভাবে মৃত্যু?

সাত সকালে মেট্রো (Kolkata Metro)দুর্ভোগ নিত্যযাত্রীদের। আপ-ডাউন দুই লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে…

Dead body found in kolkata metro railway tunnel

short-samachar

সাত সকালে মেট্রো (Kolkata Metro)দুর্ভোগ নিত্যযাত্রীদের। আপ-ডাউন দুই লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রবীন্দ্র সরোবর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে একজনের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। দেহটি পুরুষ না মহিলার, তাও এখনও জানা যায়নি।

   

এই ঘটনার জেরে আপাতত আপ ও ডাউন উভয় লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রবীন্দ্র সদন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত আপাতত কোনও পরিষেবা চলছে না। দমদম থেকে কোনও মেট্রো পাওয়া যাচ্ছে না।

ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। অফিস টাইমে হঠাৎ করে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে বেজায় সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। মাঝপথে বেশ কিছু স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। নিরুপায় অফিস যাত্রীরা তাই অগত্যা মেট্রো ছেড়ে বেরিয়ে এসে স্থলপথেই রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশে।

এই বিপত্তির বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, “আজ সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের মাঝখানে ডাউন লাইনে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই দেহটি উদ্ধার করার জন্য আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো হচ্ছে।”

জানা যাচ্ছে, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিটে মেট্রোর মোটরম্যানের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন ঊর্ধ্বতন অফিসারদের। ইতিমধ্যেই সুড়ঙ্গের ভিতর থেকে দেহটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। তার জেরে আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করছে এই মেট্রো রেল। এই দেহ ঘিরে উঠছে প্রশ্ন। হঠাৎ কোথা থেকে এল, সেই নিয়েও চিন্তায় মেট্রো আধিকারিকরা।‌