গঙ্গাসাগর থেকে মাত্র ৩০০ কিমি দূরে, ‘ডানা’ ঝাপটানোর আশঙ্কা প্রহর গুনছে উপকূলবাসী

সময় যত যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ক্রমেই এগিয়ে আসছে উপকূলের দিকে। বুধবার মধ্যরাতেই সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত কয়েক ঘণ্টায়…

সময় যত যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ক্রমেই এগিয়ে আসছে উপকূলের দিকে। বুধবার মধ্যরাতেই সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত কয়েক ঘণ্টায় উপকূলের দিকে আরও এগিয়েছে ‘দানা’ (Cyclone Dana)। এবার উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। 

সাইক্লোন ‘দানা’ পশ্চিমবঙ্গ রাজভবনে টাস্ক ফোর্স ও কন্ট্রোল রুমের উদ্বোধন

   

ওড়িশার পারাদ্বীপ থেকে আর মাত্র ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ডানা। কলকাতাতে ৭০ থেকে ৮০ কিমি গতিবেগে এই ঝড় বইতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

দুশ্চিন্তায় প্রহর গুনছে সুন্দরবন, ‘দানা’-র আতঙ্কে গ্রামবাসীরা

স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অফিস বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য জনগণকে অনুরোধ করেছে। গাছপালা উপড়ে যাওয়া, লাইনচ্যুত হওয়া এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতিতে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা, রাস্তার কাদামাটির কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, তাই সকলকে সচেতন থাকতে বলা হয়েছে।

‘দানা’-র প্রভাবে বাড়ছে হাওয়ার গতিবেগ, বাংলা থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়

এমন পরিস্থিতিতে, রাজ্যের বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও সতর্কতার সাথে পরিস্থিতির উপর নজর রাখছে। আবহাওয়ার পরিবর্তন মোকাবিলায় জরুরি পরিষেবাগুলি প্রস্তুত রাখা হয়েছে।