বকেয়া ডিএর (DA) দাবিতে টানা ২৩ দিন ধরে অনশন ও আন্দোলন (DA Protest) কর্মসূচি জারি রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা (government employees)। সোমবার এবং মঙ্গলবার পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নবান্ন জানিয়েছে, কাজে যোগ না দিলে চাকরির মেয়াদ একদিন কেটে নেওয়া হবে। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সরকারি কর্মচারিদের বক্তব্য, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে।
ডিএ দাবিতে দফায় দফায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে কর্মচারীদের সংগঠনের তরফে। এরই মধ্যে বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। ভিক্ষা নয় পুরো বকেয়া ডিএ চাই দাবিতে সরকারি কর্মচারিরা আন্দেলনে নামেন। তাদের তরফে দুদিনের কর্মবিরতির পদক্ষেপে সরকারের বক্তব্য, নির্দিষ্ট কারণ ছাড়া ওই দুই দিন ছুটি নেওয়া যাবে না। এমনকি ওই দিন কাজে ফাঁকি দেওয়া হলে শোকজ করার হুঁশিয়ারি দিয়েছে নবান্ন।
সরকারি কর্মচারিদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মীরা ডিএ বঞ্চনার শিকার হলেও রাজ্য সরকার হাট গুটিয়ে বসে রয়েছে। ২২ দিন ধরে অবস্থানের পরেও সরকার মনে করছে না আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার প্রয়োজন রয়েছে। আসলে সরকার ভয় পাচ্ছে। এই আন্দোলন আগামী দিনে আরও বড় হতে পারে। সেই কারণেই এই রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে। অসুস্থ হয়েছেন বহু কর্মচারি। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।