মহালয়ার আগেই দারুণ সুখবর, কবে থেকে বাড়বে মহার্ঘভাতা, জানাল কেন্দ্র

অপেক্ষার অবসান৷ পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর৷ বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মধ্যে বহুদিন ধরেই নানা সমস্যা দেখা দিয়েছিল৷ অবশেষে মিটেছে সেই…

jukkko মহালয়ার আগেই দারুণ সুখবর, কবে থেকে বাড়বে মহার্ঘভাতা, জানাল কেন্দ্র

অপেক্ষার অবসান৷ পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর৷ বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের মধ্যে বহুদিন ধরেই নানা সমস্যা দেখা দিয়েছিল৷ অবশেষে মিটেছে সেই সমস্যা৷ জানা গিয়েছে, পুজোর আগেই সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA Hike) বাড়তে চলেছে।

সাধারণত বছরে দুবার এই মহার্ঘভাতা বাড়ানো হয়, প্রথম বছরের প্রথম মাস জানুয়ারি ও পরে জুলাই মাসে এই মহার্ঘভাতা বাড়ানো হয়। তবে এই বছর জুলাই মাস থেকে অক্টোবর মাস পড়লেও মহার্ঘভাতা বাড়ানোর কোনও নির্দেশিকা (7th Pay Commission) আসেনি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তবে এখন বলা হচ্ছে যে সরকারি কর্মীরা পুজোর পরেই সুখবর পাবেন। দীপাবলীর আগেই সম্ভবত বাড়তে পারে মহার্ঘ ভাতা (DA Hike)৷

   

জানা গিয়েছে, যে সমস্ত সরকারি কর্মীদের স্যালারি ৩০ হাজার টাকা, সেখানে বেসিক স্যালারি ১৮ হাজার টাকা হলে তাদের ডিএ বাড়তে পারে ৯ হাজার টাকা থেকে ৯৫৪০ টাকা পর্যন্ত। আর অন্যদিকে ৪ শতাংশ হারে ডিএ (DA Hike)বাড়বে৷

বেতনে যোগ হবে ৯৭২০ টাকা।সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) দেওয়া হয়, পেনশনভোগীরা যে মহার্ঘ ভাতা (DR) পান। উভয় ভাতাই বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে সংশোধিত হয়। বর্তমানে ১কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫০তাংশ নির্দিষ্ট মহার্ঘ ভাতা থেকে উপকৃত হচ্ছেন।