১০০-১১০ কিমি বেগে ধেয়ে আসছে ‘রেমাল’, ভোট ষষ্ঠীতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

আজ শনিবার দেশজুড়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিকে শিয়রে রয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)-এর সতর্কতা। সব মিলিয়ে দেশের পরিস্থিতি, বিশেষ করে বাংলার পরিস্থিতি…

আজ শনিবার দেশজুড়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। এদিকে শিয়রে রয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)-এর সতর্কতা। সব মিলিয়ে দেশের পরিস্থিতি, বিশেষ করে বাংলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ১০০ থেকে ১১০ কিমি বেগে ধেয়ে আসছে রেমাল। ইতিমধ্যে প্রমাদ গুণতে শুরু করেছেন উপকূলবর্তী জেলার মানুষজন। আজ সমগ্র বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে জানেন?

Advertisements

ইতিমধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন যে আমফান, ফণী, ইয়াসের স্মৃতি কি ফিরবে? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিধ্বংসী রূপ নিয়ে রবিবার রাতে বাংলাদেশ এবং সাগরদ্বীপের মাঝে ১৩০ কিমি বেগে আছড়ে পড়তে পারে রেমাল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগণা। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার সন্ধ্যা নাগাদ তীব্র ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের বিজ্ঞানী মনিকা শর্মা।

   

সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৭ মে পর্যন্ত উপকূলে ফিরে আসতে এবং বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বাংলার দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলা হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জায়গায় জায়গায় চলছে মাইকিং।

আগামী ২৬ ও ২৭ মে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ২৬ ও ২৭ মে উত্তর ওড়িশাতেও এর প্রভাব পড়বে। ২৭-২৮ মে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৬ ও ২৭ মে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।