দুয়ারে সাইক্লোন, কলকাতায় শুরু তুমুল বৃষ্টি

দোরগোড়ায় কড়া নাড়ছে সাইক্লোন রেমাল। সেই সাইক্লোনের দাপটে কলকাতায় শুরু হল তুমুল বৃষ্টি। দুপুর থেকেই সারা কলকাতার আকাশ কাল করে মুষলধারে বৃষ্টি নামল শহর জুড়ে।…

rain fall hits in bengal

দোরগোড়ায় কড়া নাড়ছে সাইক্লোন রেমাল। সেই সাইক্লোনের দাপটে কলকাতায় শুরু হল তুমুল বৃষ্টি। দুপুর থেকেই সারা কলকাতার আকাশ কাল করে মুষলধারে বৃষ্টি নামল শহর জুড়ে। রেমাল কলকাতা থেকে অনেকটাই দূরে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বারবার লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতার বুকেও। পাশাপাশি নিশানায় হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। লাল সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুরেও। ৯০ কিলোমিটার বেগে কলকাতায় বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সকাল ১১.৩০টা নাগাদ সাগর দ্বীপ থেকে রেমালের দূরত্ব ছিল ২১০ কিমি। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

   

কলকাতায় আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। তবে সন্ধের পরে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে থাকতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে মনিতেই রবিবার, রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম, বহু লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। পাশাপাশি অ্যাপক্যাবের দামে আগুন। প্রতিদিন যে ভাড়ায় যাতায়াত করেন, তার থেকে অন্তত ৩০ শতাংশ বেশি ভাড়া এদিন দুপুর থেকেই দেখানো শুরু হয়ে গিয়েছে।