দুয়ারে সাইক্লোন, হাতের কাছে রাখুন এই জরুরি নম্বর

ধেয়ে আসতে চলেছে সাইক্লোন রেমাল (Cyclone Remal)।  কলকাতায় দুপুর থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টির পাশাপাশি বইছে তুমুল হাওয়া।রাতেই আছড়ে পড়বে…

remal emergency contact number

ধেয়ে আসতে চলেছে সাইক্লোন রেমাল (Cyclone Remal)।  কলকাতায় দুপুর থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টির পাশাপাশি বইছে তুমুল হাওয়া।রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এই ঝড়ের বিপদ মোকাবিলায় হাতের কাছে রাখুন এই নম্বরগুলি।

কলকাতা পুলিশের যে হেল্পলাইন নম্বর করা হয়েছে তার নম্বর হল ৯৪৩২৬১০৪২৮। কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর হল ২২৮৬-১২১২, ২২৮৬-১৩১৩, ২২৮৬-১৪১৪। এই নম্বরে ফোন করতে পারেন। ডাবলুবিসিএল (WBSEDCL) হেল্পলাইন নম্বর হল- ৮৯০০৭৯৩৫০৩-০৪।

   

এছাড়াও রাজ্য সরকারের তরফেও হেল্পলাইন নম্বর করা হয়েছে। কন্ট্রোল রুম সদা সতর্ক রয়েছে। এই কন্ট্রোল রুমের মাধ্য়মে পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর, মিউনিপ্যালিটি, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে সমণ্বয় রেখে কাজ করবে। কোস্ট গার্ড ও সিভিল ডিফেন্সের সঙ্গেও যোগাযোগ রাখবে এই কন্ট্রোল রুম। সাইক্লোনের সময় কোনও রকম সহায়তার প্রয়োজন হলে, ১০৭০ বা ০৩৩ ২২১৪৩৫২৬- 1070- 033 22143526 এই নম্বরে ফোন করতে পারেন।

অন্যদিকে লাইট সংক্রান্ত সমস্যার জন্য হাতের কাছে রাখুন সিএএসসির হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারেন। সেই নম্বরগুলি হল, 8900793503- 8900793504 এই নম্বরগুলি সেভ করে রাখতে পারেন। এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারেন।