Cyclone Dana: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘ডানা’, কবে আছড়ে পড়বে কলকাতায়?

কলকাতার দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড়। আগামী ৭২ ঘন্টার মধ্যে শহরের বুকে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ডানা (Cyclone Dana)। এই আসন্ন ঘুর্ণিঝড়ের নামকরণ করছে কাতার। ঘূর্ণিঝড়ের…

Cyclone Dana will fall in Kolkata on upcoming days IMD alarts

কলকাতার দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড়। আগামী ৭২ ঘন্টার মধ্যে শহরের বুকে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ডানা (Cyclone Dana)। এই আসন্ন ঘুর্ণিঝড়ের নামকরণ করছে কাতার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের উপর দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। যার প্রভাব পড়বে কলকাতা সহ একাধিক বড় শহরে। এমনটাই জানিয়েছে, ভারতীয় মৌসম ভবন বা আইএমডি।

আগামী ২৩ অক্টোবর, বুধবার বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। তার প্রভাবে ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতা-সহ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরও এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে মৎস্যজীবীদের সতর্ক করেছে।

   

সাগরের উপর দিয়ে সেই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। ২৪ অক্টোবর সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়। এর প্রভাবে ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

২১ অক্টোবর, সোমবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার কথা বলেছে তারা। ঘুর্ণিঝড়ের প্রভাবে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।