বৃদ্ধার একাউন্ট থেকে সাইবার প্রতারণা: ধৃত ২

সচেতনতার অভাব বারবার বিপাকে ফেলছে প্রবীণ নাগরিকদের, সেই সুযোগ নিয়েই বারেবারে সাইবার প্রতারণা করে যাচ্ছে দুষ্কৃতীরা। এবার সেই ছবিই আর একবার সামনে এলো মহানগরে ।…

সচেতনতার অভাব বারবার বিপাকে ফেলছে প্রবীণ নাগরিকদের, সেই সুযোগ নিয়েই বারেবারে সাইবার প্রতারণা করে যাচ্ছে দুষ্কৃতীরা। এবার সেই ছবিই আর একবার সামনে এলো মহানগরে । রাজারহাটে এক বৃদ্ধার একাউন্ট দিনের পর দিন ব্যাবহার হচ্ছিলো ব্যাঙ্ক প্রতারণার জন্য। আপাতত পুলিশের জালে অভিষেক তিওয়ারি এবং তিস্তা সেন নামে দুজন প্রতারক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ তিন লক্ষ্য টাকা, মোবাইল, সিম কার্ড এবং ল্যাপটপ।
বিনিয়োগ করলে হবে ডবল লক্ষী লাভ, এই টোপ দিয়েই দিনের পর দিন একাউন্ট থেকে গায়েব করছিলো টাকা এমনই অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। প্রবীণ নাগরিকদের টার্গেট করলেই আসবে সফলতা সেকারণে তাদের ব্যাঙ্ক একাউন্টকে টার্গেট করা হচ্ছিলো বলে জানা গেছে। এর আগেও পালিশ ৬ জনকে গ্রেপ্তার করেছিল সাথে নজরদারিও বাড়িয়েছিল। আর তাতেই এই বৃদ্ধার একাউন্ট টি পুলিশের নজরে আসে। বৃদ্ধা জানান ধৃত রা তাকে ব্যাংকার কাজে সাহায্য করবে বলে একাউন্ট সম্পর্কিত তথ্য নেয় আর তাতেই ঘটে বিপত্তি।

ট্র্যাক করা গেলেও কিছুতেই ধরা যাচ্ছিলনা অভিযুক্তদের , অবশেষে রাজারহাটের একটি রিসর্টে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই দুই সাইবার প্রতারণায় অভিযুক্তকে। ধৃতদের কাছ থেকে প্রচুর ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। ৩১ টি এ টি এম কার্ড, ১৯ টি স্ট্যাম্প এর সাথে উদ্ধার হয়েছে ৯ টি প্যান কার্ড। ২৪৫ টি ব্যাঙ্ক একাউন্টের তথ্য সহ একটি ফাইল ও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা আবারও একটি বড় শিক্ষা দিয়েছে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য, যাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা নেই। পুলিশ এবং বিভিন্ন সাইবার বিশেষজ্ঞরা বারবার বলছেন, সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পেতে সবারই সতর্ক হওয়া জরুরি। প্রবীণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি বিভিন্ন উদ্যোগ নিলেও, প্রতারকদের কৌশল দিন দিন আরো উন্নত হয়ে যাচ্ছে।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News