উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্বাস্থ্য-সিন্ডিকেটের তদন্ত করুক সিবিআই, রাজ্যকে চিঠি বোসের

উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত বিষয় যে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের। এদিন উত্তরবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে মাফিয়াচক্রের রমরমার যে বিষয়টি…

cv bose

উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত বিষয় যে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের। এদিন উত্তরবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে মাফিয়াচক্রের রমরমার যে বিষয়টি উঠে এসেছে, সেই বিষয়টি তদন্তভার সিবিআইয়ের গ্রহণ করুক। রাজভবনের তরফে এমনই চিঠি পেয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

পশ্চিমবঙ্গ ডাক্তারদের জন্য নিরাপদ নয়, দাবি দিল্লির চিকিৎসক মহলের

   

সম্প্রতি আরজি কর কাণ্ডের (Rg kar case) সন্দীপ ঘোষ ঘনিষ্ট অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের মতো উত্তরবঙ্গে লবির একাধিক ডাক্তারের নাম উঠে আসে। তারপর তাঁদের সাসপেন্ড করে রাজ্যের স্বাস্থ্য দফতর।  

ইমেল তরজা অব্যাহত, ‘কার্যবিবরণী’র শর্ত মেনেই কালিঘাটের পথে আন্দোলনকারীরা

সম্প্রতি  আরজি কর-কাণ্ডের (RG Kar) আবহে  অভিক দে, বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করা হয়  রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে। দুজনেই রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অভিযোগ, অভিক দে, বিরুপাক্ষ বিশ্বাস আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন দুজনেই হাসপাতালে উপস্থিত ছিলেন।

নির্যাতিতার দ্রুত বিচার চেয়ে দেশ-বিদেশ থেকে চিঠি প্রধান বিচারপতিকে

এই দুজনের বিরুদ্ধেই নানা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাদাগিরি করার অভিযোগ রয়েছে।  অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শো কজ নোটিশ পাঠাল রাজ্য মেডিকেল কাউন্সিল। বর্তমানে তিনি আর্থিক কেলেঙ্কারি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে নির্যাতিতাকে খুন ও ধর্ষণের অভিযোগেও রয়েছে। সন্দীপের সঙ্গে সিবিআই হেফাজতে রয়েছেন টালা থানার ওসি অভিজিত মণ্ডল।