পঞ্চায়েত মনোনয়ন জমার শেষ দিনে রক্তাক্ত গ্রাম বাংলা। একের পর এক খুনের খবর আসছে। সর্বাধিক ভয়াবহ পরিস্থিতি উত্তর দিনাজপুরের চোপড়া ও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এই দুই জেলাতেই গুলিবিদ্ধ হয়ে একাধিক নিহত। এই পরিস্থিতিতে কলকাতায় বামফ্রন্টের ডাকে নির্বাচন কমিশন ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ ও বাম সমর্থকদের মধ্যে বারবার ধস্তাধস্তি হয়।
কমিশন ঘেরাও অভিযানে নেমে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত দুই সিপিআইএম সমর্থক। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুলিশ তাও একজন খুন হয়েছেন আজ।
উত্তর দিনাজপুরের চোপড়ায় এদিন বাম ও কংগ্রেসের মি়ছিলে গুলি চালানো হয়। দুজন নিহতকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে সিপিআইএম। কংগ্রেসের দাবি তাদেরও একাধিক জখম।
চোপড়া,ভাঙড় ও খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে সিপিআইএম, কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের পরপর মৃত্যুর পরিস্থিতি তুলে ধরে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।